Chtnews24.com
মোঃ কামাল পারভেজ নামের একটি ছিলের সন্ধান প্রার্থী
Tuesday, 16 Jul 2019 19:42 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-মোঃ কামাল পারভেজ পীং-মৃত-খোরশেদ আলী, মাতা-জয়তুন নেছা, গ্রাম-পূর্ব ফটিগুলি, ডাকঘর-কর্মধা-৩২৩৩, কুলাউড়া, মৌলভী বাজার, সিলেট।
সে ২০০৫ সালের মে মাসে বাড়ীর থেকে চলে আসে। মোটেল আরামবাগ এন্ড রেষ্টুরেন্ট বেকারী লেইন, রিজার্ভ বাজারের রাঙ্গামাটিতে উক্ত হোটেলে কাজ করতো। তিন মাস পর্যন্ত তার সাথে যোগাযোগ ছিলনা। এর পর থেকে আর তার কোন যোগাযোগ নেই।
বর্তমানে তার সাথে যোগাযোগ করতে না পারায় তার মা অসুস্থ অবস্থায় আছে। মা তাকে দেখতে চাচ্ছে। তাই মোঃ কামাল পারভেজ তুমি যদি এই লেখাটি পাও অথবা কোন পত্রিকায় দেখ তা হলে দ্রুত তোমার মার সাথে যোগাযোগ কর। তোমার মা খুবই অসুস্থ।
আর যদি কোন সহৃদয় ব্যক্তি তার খোঁজ পেলে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন তার আত্মীয়-স্বজন।
নিবেদক, জামাল মিয়া (ছোট ভাই), গ্রাম-পূর্ব ফটিগুলি, কুলাউড়া, মৌলভী বাজার, সিলেট। মার মোবাইল নং-০১৭৯৪৮৭৮৭১৯/ভাইয়ের মোবাইল নং-০১৩১৯৯২১৯৩৪।