Chtnews24.com
নেপালে বন্যা ও ভূমিধ্বসে নিহতের সংখ্যা বেড়ে-৫৩
Monday, 15 Jul 2019 12:18 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-গত তিন দিনে নেপালে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যা ও ভূমিধ্বসে কমপক্ষে ৫৩ জন মারা গেছে। এছাড়া ৭৫ জন নিখোঁজ ও ৩৬ জন হাসপাতালে অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন। রবিবার দেশটির সরকারি দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর: রয়টার্স।
সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘নিখোঁজ ব্যক্তিরা তাদের ধ্বসে পড়া ঘরের নিচে আটকে আছে নাকি ভেসে গেছে নাকি তাদের যোগাযোগ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে তা বলা যাচ্ছে না! তবে তাদের সন্ধান চলছে?’
এ বন্যায় কমপক্ষে ২শ ঘরবাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। কয়েক হাজার বাড়ি সম্পূর্ণরূপে পানির নিচে ডুবে আছে।
গত বুধবার রাত থেকে কাঠমান্ডুসহ নেপালের বেশিরভাগ এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। এর ফলে সেখানকার স্থানীয় নদীগুলো উপচে পড়ে আশেপাশে এলাকা প্লাবিত হয়ে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমি ধস দেখা দেয়।
বন্যায় আটকে পরা বাসিন্দাদের পুলিশ উদ্ধার করছে, এমন দৃশ্য দেশটির টেলিভিশন চ্যানেলগুলোর খবরে দেখানো হচ্ছে।
বন্যা ও ভূমিধস কবলিত এলাকায় ২৭ হাজার নিরাপত্তা বাহিনীকে উদ্ধার কাজে মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, গত বছরও ভারী বৃষ্টির কারণে উত্তরখন্ডে হাজারো মানুষ নিহত হয়। পশ্চিম নেপালের দারচুলা ও কাঞ্চেনপুরে শত মানুষ নিহত হয়।