Chtnews24.com
পাহাড়ী ঢলে বিলাইছড়িতে বন্যার অবনতি ফারুয়া বাজারসহ ৭টি গ্রাম প্লাবিত
Sunday, 14 Jul 2019 20:06 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-অতি ভারী বৃষ্টি আর পাহাড়ী ঢলে বিলাইছড়ি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে নিম্নাঞ্চলের বসত বাড়ী দোকানপাট পানিতে ঢুবে গেছে এবং জমির ফসল ফসলে ক্ষতি হয়েছে।
সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে ফারুয়া ইউনিয়নের বাজারসহ ৭টি গ্রাম। চাইন্দ, উলুছড়ি, তক্তানালা, ওরাছড়ি, গোয়াইনছড়ি, এগুজ্যাছড়ি, লত্যছড়ি গ্রামসহ ফারুয়া বাজার প্লাবিত হয়েছে।
ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যারাল তঙচঙ্গ্যা জানান, ফারুয়া ইউনিয়নে বন্যার পরিস্থিতি অবনতি হয়েছে। দীর্ঘদিন একটানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারনে ফারুয়ার ইউনিয়নের নিম্নাঞ্চল  প্লাবিত হয়েছে। বন্যা দূর্গত সকলে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে।
শুক্রবার রাত থেকে ভারীবৃষ্টি শুরু হলে পাহাড়ি ঢলে নদীতে বেশি পানি বাড়তে থাকে। এতে অনেক এলাকা প্লাবিত হয়। এতে ফারুয়ার বাজারের দোকানপাট, বসতবাড়ীসহ কৃষকের জমির ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বৃষ্টি না কমলে পানি আরো বৃদ্ধি পেতে পারে যা ২০১৭ সালে ভয়াবহ বন্যাকেও ছাড়িয়ে যাওয়ার আশংকা রয়েছে বলে তিনি জানান।