Chtnews24.com
গরুর প্রান বাঁচাতে গিয়ে নিজের জীবন হারালেন ষাটোর্ধ বিজু রাম চাকমা
Thursday, 11 Jul 2019 14:22 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

পুলিন বিহারী চাকমা, বরকলঃ-গরুর প্রান বাঁচাতে গিয়ে নিজের জীবন হারালেন ষাটোর্ধ বৃদ্ধ বিজু রাজ চাকমা (৬৭)। ঘটনাটি ঘটেছে রাঙ্গামাটির বরকল উপজেলার ৪নং ভূষনছড়া ইউনিয়নের বড় উজ্জ্যাংছড়ির আগোরো আদাম গ্রামে।
জানা যায়, বুধবার (১০ জুলাই) বিকাল আনুমানিক ৪টায় ষাটোর্ধ বৃদ্ধ বিজু রাজ চাকমা (৬৭) ছড়ার পাশে তার ও গ্রামের অন্য মানুষের গরু গুলো খুঁটিতে বাঁধা ছিলো। অবিরাম বৃষ্টির কারনে ছড়ার পানি বেড়ে গিয়ে প্রচন্ড স্রোতের সৃষ্টি হয়। খুঁটিতে বাঁধা অবস্থায় গরু গুলোকে বাঁচাতে নিজের জীবনের ঝুঁকি নিয়ে গরু গুলোতে মুক্ত করে গরু গুলো নিরাপদ স্থানে সরে যেতে পারলেও বিজু রাজ চাকমা স্রোতের টানে ভেসে গিয়ে নিখোঁজ হন।
নিখোঁজের ৩ঘন্টার পরে বিজু রাজ চাকমার মৃত দেহটি একটি পাথরের সাথে আটকানো অবস্থায় এলাকার লোকজন ও আত্মীয় স্বজনরা পায়।
বিজু রাজ চাকমার লাশটি পাওয়ার পর শশ্মানে নিয়ে দাহ করা হয়েছে।