Chtnews24.com
লংগদুতে হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হওয়া রুবেল'র ভাসমান মৃতদেহ উদ্ধার
Wednesday, 10 Jul 2019 18:41 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

লংগদুঃ-রাঙ্গামাটির লংগদু উপজেলার কাট্টলি বিলের জোড়াটিলায় ইঞ্জিন চালিত বোট চালাতে গিয়ে হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হওয়া বোট চালক মোঃ রুবেল (২৭) এর মৃত দেহ তিন দিন পর পানিতে ভাসমান অবস্থায় উদ্ধার করেছে এলাকাবাসী ও স্বজনেরা।
এলাকাবাসীরা জানায়, মঙ্গলবার নিখোঁজ হওয়া ব্যাক্তির স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর সকাল সাড়ে আটটার সময় নিখোঁজ হওয়া স্থানের কাছেই হ্রদের পানিতে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান। পরে তারা মৃত উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যাওয়া হয়।     
গত ৮ জুলাই রুবেল রাঙ্গামাটি থেকে ইঞ্জিন বোট চালিয়ে লংগদুতে আসছিলো। বিকালে কাট্টলী বিলের জোড়াটিলা এলাকায় পৌছলে হঠাৎ মাথা ঘুরে হ্রদের পানিতে পড়ে নিখোঁজ হয় সে। এরপর ঐ এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। মঙ্গলবার সকালে রুবেল এর মৃত দেহ হ্রদের পানিতে ভাসতে দেখা গেলে তখন তাকে উদ্ধার করা হয়।