Chtnews24.com
বিগ বস ১৩: সালমানের অবাক করা পারিশ্রমিক!
Monday, 24 Jun 2019 20:50 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

বিনোদন ডেস্কঃ-সামনেই আসছে ‘বিগ বস’ এর নতুন সিজন। ‘বিগ বস’ টেলিকাস্ট হওয়া মানেই মানুষের তুমুল কোলাহল আর তুমুল উত্তেজনা। প্রতিবারের ‘বিগ বস’ এর নতুন সিজন আগের বারের সিজনকে ছাপিয়ে যায়। আর কিছুদিন পরেই আসছে ‘বিগ বস ১৩’। সব মিলিয়ে টেলি দর্শকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। এবার থাকছে নতুন চমক। সেই সঙ্গে বিনোদনের সম্পূর্ণ ব্যবস্থা।
এবারও বিগ বসের উপস্থাপনার দাড়িত্বে থাকবেন সালমান খান। কিন্তু সামনে এলো এমন তথ্য যা শুনলে হয় তো চোখ কপালে উঠে যাবে সবার। ‘বিগ বস ১৩’ এর জন্য সালমান খান কত টাকা পারিশ্রমিক পাচ্ছেন-সেই তথ্য এলো সামনে। আর সেই তথ্য সামনে আসতেই তোলপাড় বলিউড।
গত বছর ‘বিগ বস’-এর উপস্থাপনা করার জন্য এপিসোড পিছু ১২ থেকে ১৪ কোটি টাকা করে পারিশ্রমিক পেয়েছিলেন সালমান। আর এবার নাকি তার সেই পারিশ্রমিক দ্বিগুণেরও বেশি হতে চলেছে।
শোনা যাচ্ছে, ‘বিগ বস ১৩’-র উপস্থাপনার জন্য এপিসোড পিছু ৩১ কোটি টাকা করে পারিশ্রমিক পেতে চলেছেন এই বলিউড সুপারস্টার। আরও শোনা যাচ্ছে, আপকামিং ‘বিগ বস ১৩’ এর উপস্থাপনার জন্য সালমানের সঙ্গে ৪০০ কোটি টাকার চুক্তি করেছে ওই চ্যানেল।