Chtnews24.com
আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে রাঙ্গামাটিতে বর্নাঢ্য র‌্যালি
Sunday, 23 Jun 2019 16:50 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-রাঙ্গামাটিতে আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে ৯টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে ও রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ র‌্যালী অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে আয়োজিত র‌্যালিটি রাঙ্গামাটি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে রাঙ্গামাটি মারি ষ্টেডিয়াম প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালীর নেতৃত্ব দেন রাঙ্গামাটি পৌর মেয়র ও জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আকবর হোসেন চৌধুরী।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার মহিলা সংরক্ষিত সদস্য মনোয়ারা জাহান, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এ্যাড. মামুনুর রশিদ, রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সফিউল আজম, বলাকা ক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার কার্যকরি কমিটির সদস্য ঝিনুক ত্রিপুরা, মোঃ আবু তৈয়ব, আহমেদ হুমায়ুন কবির, আশীষ কুমার নবসহ জেলার সর্বস্তরের ক্রীড়া সংগঠকসহ ক্রীড়ানুরাগীরা অংশগ্রহণ করেন।