Chtnews24.com
আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালী
Sunday, 23 Jun 2019 15:44 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

লিটন ভট্টাচার্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ জুন) সকালে ৯টায় বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন এর আয়োজনে ও খাগড়াছড়ি জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ র‌্যালী অনুষ্ঠিত হয়।
আন্তর্জাতিক অলিম্পিক ডে উপলক্ষে আয়োজিত র‌্যালিটি খাগড়াছড়ি টাউনহল প্রাঙ্গণ থেকে বের হয়ে জেলা শহরের বিভিন্ন সড়ক ঘুড়ে টাউনহল প্রাঙ্গণে এসে শেষ হয়। র‌্যালীতে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
এতে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো. শানে আলম, সহকারী পুলিশ সুপার রওনক আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক জুয়েল চাকমা প্রমূখ। বিভিন্ন ক্রীড়া সংগঠনের সংগঠক ও পুরুষ ও মহিলা ক্রীড়াবিদ গন র‌্যালীতে অংশ গ্রহন করেন।