Chtnews24.com
নিউইয়র্কে বহুতল ভবনের ছাদে হেলিকপ্টার বিধ্বস্ত, পাইলট নিহত
Tuesday, 11 Jun 2019 14:26 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-ঘন কুয়াশা ও বৃষ্টির মধ্যে জরুরি অবতরণের সময় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে ৫৪তলা ভবনের ছাদে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় হেলিকপ্টারের পাইলট নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
সোমবার স্থানীয় সময় দুপুর দুইটার দিকে টাইমস স্কয়ারের কয়েক ব্লক দূরে অবস্থিত ম্যানহাটনের সেভেন্থ অ্যাভিনিউয়ের এক্সএ অ্যাক্যুইট্যাবল সেন্টারের ছাদে এ ঘটনা ঘটে। তবে দুর্ঘটনায় ভবনে অবস্থান করা কেউ কোনো ক্ষতির শিকার হননি। তাত্ক্ষণিকভাবে ভবনটির বিভিন্ন দফতরের কর্মীদের নিচে নামিয়ে নেয়া হয়।
নিউ ইয়র্ক সিটির মেয়র বিল দে ব্লাজিও জানিয়েছেন, হেলিকপ্টারটি ভবনের ছাদে আছড়ে পড়ার পর বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এ সময় হেলিকপ্টারটিতে পাইলট একাই ছিলেন। এ ঘটনায় সন্ত্রাসবাদের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি বলেও জানান মেয়র ব্লাজিও।