Chtnews24.com
শপথ নিলেন বিএনপির রুমিন ফারহানা
Monday, 10 Jun 2019 14:25 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

ডেস্ক রিপোর্টঃ-জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য (এমপি) হিসেবে শপথ নিয়েছেন বিএনপি থেকে মনোনীত ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার (৯ জুন) দুপুরে সংসদে নিজের কার্যালয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী তাকে শপথ বাক্য পাঠ করান।
এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ ইকবালুর রহিম, হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন ও ক্যাপ্টেন (অব.) এ বি তাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
শপথ গ্রহণ শেষে রুমিন ফারহানা রীতি অনুযায়ী, শপথ বইয়ে স্বাক্ষর করেন। শপথগ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান।
রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
সংসদে প্রতিনিধিত্বকারী দলের নির্বাচিত আসনের সংখ্যানুপাতে এবার সংরক্ষিত আসনে মাত্র একজন এমপি পেয়েছে বিএনপি। তাদের নির্বাচিত ছয়জন সংসদ সদস্যের মধ্যে পাঁচজন শপথ নিয়েছেন। সে হিসেবে এবার বাজেট অধিবেশন থেকেই ছয় সদস্যের সংসদীয় প্রতিনিধি দল পাচ্ছে বিএনপি।