Chtnews24.com
গরীব ও অসহায় মানুষের মাঝে ঈদ আনন্দ বাড়িয়ে দিলেন রাঙ্গামাটি জেলা প্রশাসক
Tuesday, 04 Jun 2019 19:14 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে হতদরিদ্রদের মধ্যে ঈদ খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসন এ কে এম মামুনুর রশীদ। সোমবার (৩ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গরিব অসহায় মানুষের মধ্যে এসব ঈদ সামগ্রী বিতরণ করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে ছিল-সেমাই, চিনি, গুঁড়া দুধসহ অন্যান্য খাবার জিনিসপত্র।
এর আগে কোন উৎসব এলেই রাঙ্গামাটিতে বসবাসরত হতদরিদ্র পরিবারগুলো কিছু সহায়তা পাওয়ার আশায় ছুটে যায় জেলা পরিষদ, জেলা প্রশাসক ও পৌরসভায়। আর ভীড়ের সংখ্যাও বেশী দেখা যায়। এইসব সংস্থা থেকে উৎসব আনন্দ পালন করতে ২/৩শত টাকা করে জনপিছু দেয়া হয়। আবার অনেক সময় এসব হতদরিদ্র মানুষগুলো আরও কিছু পাওয়ার আশায় জনপ্রতিনিধিদের বাসায় ভীড় করতে দেখা যায়।
তবে এর এবার ঈদ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করেছেন রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ। এতে গরীব ও অসহায় মানুষের মুখে হাসি আর আনন্দ দেখা দেয়। তারা সেমাই, চিনি, গুড়, দুধসহ অন্যান্য খাবার সামগ্রী পেয়ে অত্যন্ত খুশি। এসময় ঈদ সামগ্রী পেয়ে অনেকে উচ্ছ্বেসিত হয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসককে ধন্যবাদ জানান ও আল্লাহ’র কাছে দোয়া কামনা করেন।
ঈদ সামগ্রী বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক এস এম শফি কামাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নজরুল ইসলাম, এনডিসি উত্তম দাশ, প্যানেল মেয়র মো. জামাল উদ্দিন, কাউন্সিলর করিম আকবরসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
অন্যদিকে, রাঙ্গামাটি প্রশাসক হিসেবে রাঙ্গামাটিতে যোগদানের পর থেকে এ কে এম মামুনুর রশীদ প্রতি সপ্তাহে গণশুনানীর মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্যসহ নানা সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়া দূর্গম এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা সামগ্রী বিতরণসহ তাদের স্কুলের পোষাকও বিতরণ করেন।