Chtnews24.com
বাজেট অধিবেশন ১১ জুন
Monday, 13 May 2019 21:00 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

ডেস্ক রিপোর্টঃ-আগামী ১১ জুন একাদশ জাতীয় সংসদের তৃতীয় ও বাজেট অধিবেশন আহ্বান করা হয়েছে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সোমবার এ অধিবেশন আহ্বান করেন।
আগামী ১৩ মার্চ বৃহস্পতিবার এই অধিবেশনের তৃতীয় কর্ম দিবসে আ হ ম মুস্তফা কামাল অর্থমন্ত্রী হিসেবে প্রথমবার সংসদে ২০১৯-২০ অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন।
সংসদের গণসংযোগ বিভাগ জানায়, সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ একাদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেছেন। আগামী ১১ জুন মঙ্গলবার বিকাল ৫টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে।
এই অধিবেশনে সংসদে বাজেট পেশ হয় বলে একে বাজেট অধিবেশন বলা হয়ে থাকে।
প্রসঙ্গত, গত ৩০ এপ্রিল শেষ হয় সংসদের দ্বিতীয় অধিবেশন। ওই অধিবেশন চলাকালে বিএনপি থেকে নির্বাচিত ৫ জন সংসদ সদস্য শপথ গ্রহণ করেন এবং অধিবেশনে অংশ নেন। এছাড়া গণফোরামের দু’জন সংসদ সদস্যও এই অধিবেশনে অংশ নেন। দ্বিতীয় অধিবেশনে মাত্র ৫ কার্য দিবসে ৩টি সরকারি বিল পাস হয় এবং একটি বিল উত্থাপন করা হয়। দ্বিতীয় অধিবেশনে কার্যপ্রণালী বিধির ১৪৭ (১) বিধিতে জঙ্গিবাদ-সন্ত্রাস ও ফেনীর নুসরাতসহ সকল যৌন নিপীড়নের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব গ্রহণ করা হয়।