Chtnews24.com
শয্যাশায়ী অমিতাভ, আসতে পারলেন না ভক্তদের মাঝে
Sunday, 05 May 2019 20:40 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

বিনোদন ডেস্কঃ-ছেদ পড়ল গত ৩৬ বছরের রীতিতে। ভক্তদের সঙ্গে প্রতি রবিবার দেখাশোনার পর্ব এদিনের মতো স্থগিত রাখলেন অমিতাভ বচ্চন। এক টুইট বার্তায় নিজের অসুস্থতার কথা জানালেন ৭৬ বছর বয়সী বলিউড শাহেনশা।
এদিন টুইটারে অমিতাভ ভক্তদের উদ্দেশে জানিয়েছেন, ‘আজ আর রবিবারের দর্শনে থাকতে পারছি না। শয্যাশায়ী আছি, সঙ্গে ব্যথা। সবাইকে এই খবর জানাচ্ছি, উদ্বিগ্ন হওয়ার মতো কিছু নয়। তবে বাড়ির বাইরে যেতে পারছি না।’
পর্দায় বলিউডের মেগাস্টারকে শেষ দেখা গিয়েছে ‘বদলা’ ছবিতে। বর্তমানে তিনি অয়ন মুখোপাধ্যায় পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ ছবির কাজে ব্যস্ত। এছাড়া ‘তেরা ইয়ার হুঁ ম্যায়’ নামে একটি দ্বিভাষিক ছবির কাজও তিনি করছেন বলে জানা গিয়েছে।
শুধু তাই নয়, সম্প্রতি ইমরান হাশমির সঙ্গে একটি রহস্য থ্রিলার ছবিতে কাজ করবেন বলে নিজেই জানিয়েছেন অমিতাভ। তার দ্রুত আরোগ্য কামনায় টুইটারে বার্তা পাঠাচ্ছেন অগণিত ভক্ত।