Chtnews24.com
ওড়িশায় ফণীর তাণ্ডব, নিহত-৫
Friday, 03 May 2019 19:28 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-ঘূর্ণিঝড় ফণীর তাণ্ডবে এখন পর্যন্ত ভারতের ওড়িশার বিভিন্ন অঞ্চলে অন্তত ৫ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির ওড়িশা সান টাইমস নামের এক সংবাদ মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ভারতের ওড়িশা রাজ্যের পুরীতে সকাল সাড়ে নয় টা নাগাদ আঘাত হানে ফণী। প্রতিবেদনে বলা হয়েছে, ঝড়ের একটানা গতিবেগ ঘণ্টায় ১৭০ থেকে ১৮০ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হাওয়া আকারে ২০০-২৩০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
ওড়িশা সান টাইমসের খবরে বলা হয়েছে, কেদ্রপাড়া জেলার ৭০ বয়সী এক বৃদ্ধা আশ্রয় শিবিরে যাওয়ার পথে মারা যায়।
এছাড়া পুরী জেলার দুজন নিহত হয়। এদের একজনের বাড়িতে গাছ উপড়ে পড়লে নিহত হন এবং অন্যজনের ওপর ঝড়ো বাতাসে বাড়ির অ্যাজবেস্টস পড়লে হাসপাতালে নেয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এছাড়া সাক্ষীগোপাল জেলায় গাছ পড়ে ১৮ বছর বয়সী এক কিশোর ও নয়াগড় জেলায় ৩০ বছর বয়সী এক নারী দেয়াল ধসে নিহত হয়েছে।
সংবাদ মাধ্যম এএনআইয়ের খবরে বলা হয়েছে, ফণীর তাণ্ডবে বিপর্যস্ত হয়ে পড়েছে পুরী। পুরীর জগন্নাথ মন্দির সম্পূর্ণ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিদ্যুৎহীন হয়েছে ওড়িশার পুরী, গোপালপুরসহ বিভিন্ন এলাকা।
এছাড়া ঘূর্ণিঝড়ে ওইসব এলাকার উপড়ে পড়েছে অনেক গাছ। সেইসঙ্গে কিছু বাড়ির ক্ষতি হয়েছে বলে খবরে বলা হয়েছে।
খবরে বলা হয়েছে, ফণীর গতিপথে ওড়িশার ১০ হাজার গ্রাম এবং ৫২টা শহর পড়বে। এছাড়া ফণীর কারণে শনিবার পর্যন্ত দেশটি বাতিল করে দেওয়া হয়েছে অন্তত ২৩৩ টি ট্রেন।
এছাড়া দেশটির কলকাতা বিমানবন্দর আজ রাত সাড়ে ৯টা থেকে আগামী কাল সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে ঘোষণা দেয়া হয়েছে।
শেষ খবর পাওয়া পর্যন্ত ওড়িশায় আঘাত হেনে উপকূল বরাবর পশ্চিম বঙ্গের দিকে ধাবিত হচ্ছে ফণী।