Chtnews24.com
দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে সরকার সারা দেশে ই-নামজারী চালু করেছে
Wednesday, 10 Apr 2019 21:38 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

মুহাম্মদ জুবাইর, টেকনাফঃ-চালু হইল ই-নামজারী, টাউট-বাটপারের মাথায় বাড়ি স্লোগানে সারাদেশের ন্যায় কক্সবাজার টেকনাফে বর্ণাঢ্য আয়োজনে ভূমি সেবা সপ্তাহ-২০১৯ পালিত হয়েছে।
বুধবার (১০ এপ্রিল) সকালে উপজেলা ভূমি অফিসের আয়োজনে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমার নেতৃত্বে একটি র‌্যালী টেকনাফ পৌর শাপলা চত্বর এলাকা প্রদক্ষিণ করে উপজেলা ভূমি কার্যালয়ে এসে সভায় মিলিত হয়। সভায় সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা বলেন, দালালদের খপ্পর থেকে রক্ষা পেতে সরকার সারা দেশে ই নামজারী চালু করেছে। এতে সাধারন মানুষ হয়রাণীর শিকার হবেনা। ভবে মালিকগন সরাসরি এসিল্যান্ডের নিকট যাতে সহজেই পৌঁছেঁ নিজ নামজারী খতিয়ান সম্পন্ন করতে পারে সে বার্তা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার আহবান জানান। পরে কয়েকজন ভূমি মালিকের নামজারী আবেদন ফাইল খতিয়ান সৃজন করে দ্রুত সময়ে মধ্যে নামজারী খতিয়ান সৃজন করে তাদের হাতে তুলে দেন সহকারী কমিশনার ভূমি। এতে ভুমি মালিকগন হয়রানী ছাড়া দ্রুত সময়ে সরকারি ফিঃ দিয়ে খতিয়ান পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করেন। এতে উপস্থিত ছিলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের টেকনাফ পরির্দশক আব্দুস সালাম, মহিলা বিষয়ক কর্মকর্তা আলমগীর হোসেন, মাধ্যমিক কর্মকর্তা আনন্দময় ভূমিক, শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ এমদাদ হোসেন, বন বিভাগ টেকনাফ রেনজার সাজ্জাদ হোসেন, আনসার ভিডিপি কর্মকর্তা মো: আমান উল্লাহ, টেকনাফ ভুমি অফিসের ভারপ্রাপ্ত কানুনগো দেলোয়ার হোসেন, সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল করিম, ইউনিয়ন ভূমি কর্মকর্তা (বাহারছড়া)আব্দুল জব্বার, আব্দুল করিম (সদর), আবুল মনসুর (হ্নীলা), চলচিত্রের খল অভিনেতা ইলিয়াছ কোবরা, কেয়ারী সিন্দবাদ কর্মকর্তা আব্দুল আজিজ, শাহ আলম, সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি দিদার হোসেনসহ প্রমুখ। এতে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, ভূমি মালিক, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বন পাহারাদার দল ও বিদ্যালয়ের শিক্ষাথীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ‘ভূমি সেবা সপ্তাহ-২০১৯’ টেকনাফ উপজেলা রাজস্ব প্রশাসনের উদ্যোগে এ দিবসটি পালিত হয়। বর্তমান সরকারের ডিজিটাল ভূমি সেবায় এ উপজেলার জনগন উপকৃত হবেন। ভূমি ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে টেকনাফ উপজেলা ভূমি সেবা সপ্তাহ (১০-১৬ এপ্রিল) উদযাপন উপলক্ষ্যে ভূমি বিষয়ক পরামর্শ ও তাৎক্ষনিক সেবাসহ সপ্তাহব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।