Chtnews24.com
না ফেরার দেশে চলে গেলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য চানমনি তঞ্চঙ্গ্যা
Tuesday, 10 Jul 2018 14:53 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-না ফেরার দেশে চলে গেলেন রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য চানমনি তঞ্চঙ্গ্যা। মঙ্গলবার (১০ জুলাই) ভোর ৪.১৮ মিনিটে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৫৭ বছর। মৃত্যুকালে তিনি ২ মেয়ে ও স্ত্রী আদর লতা তঞ্চঙ্গ্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে তার এই মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে তার নিজবাড়ী রাজস্থলীর তঞ্চঙ্গ্যা অংজাইং পাড়ায় শোকের ছায়া নেমে আসে। তার নিজ বাড়িতে ভীড় করে অগণিত এলাকার মানুষ।
এদিকে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য চানমনি তঞ্চঙ্গ্যার অকাল মৃত্যুতে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন। রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমার দেয়া এক শোক বার্তায় শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাসহ তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন।