Chtnews24.com
নতুন বছরে চমক দিতে চায় বার্সা
Wednesday, 02 Jan 2019 20:38 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

স্পোর্টস ডেস্কঃ-নতুন বছরের শুরু, যার অর্থ ফুটবলে দ্বিতীয় দল বদলের সময়সীমা কার্যকর। নতুন মৌসুমে শুরুটা ভালোই হয়েছে স্প্যানিশ চ্যাম্পিয়ন বার্সেলোনার। তবে নিজেদের প্রতি মুহূর্তে তৈরি করতে চায় তারা।
ডন ব্যালনের রিপোর্ট অনুযায়ী, বার্সেলোনা নাকি ইচ্ছুক ছিল আয়াখসের ডি লাইহকে দলে নেওয়ার জন্য। তবে মেসি নাকি বার্সা কর্তৃপক্ষকে জানিয়েছেন, একজন সেন্টারব্যাক-কে দলে নিতে। মেসি যাকে দলে আনার কথা বলেছেন, তিনি ইন্টার মিলানের মিলান স্ক্রিনিয়ার। তবে তাকে নিতে গেলে ৭ কোটি পাউন্ড খরচ করতে হবে কাতালান জায়েন্টদের।
অন্যদিকে দ্যা ইন্ডিপেন্ডেন্টের খবর অনুযায়ী, বার্সা কোচ এরনেস্তো ভালভেরদে নাকি ক্লাব ছাড়তে চান মৌসুমে শেষ হলেই। এবং যার নতুন কোচ খুঁজছে বার্সা। 
টুইটার আইটিকের এজেন্ট করডোবার রিপোর্ট অনুযায়ী, প্রাক্তন কোচ তথা ম্যানসিটির বর্তমান কোচ পেপ গার্দিওলাকে ফিরিয়ে আনতে চায় বার্সা কর্তৃপক্ষ।