Chtnews24.com
পাহাড়ের জনগন ধানের শীষের পক্ষে-মনিস্বপন দেওয়ান
Tuesday, 18 Dec 2018 18:51 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

লংগদুঃ-২৯৯ নং রাঙ্গামাটি আসনের ধানের শীষ তথা জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান বলেছেন, পাহাড়ের জনগন এখন ধানের শীষের পক্ষে কাজ শুরু করেছে। এটা দেখে ক্ষমতাসীন দলের লোকজন উল্টা-পাল্টা বলা শুরু করেছে। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে ধানের শীষে আপনাদের মূল্যবান ভোট প্রদান করার আহবান জানাচ্ছি।  
মঙ্গলবার (১৮ ডিসেম্বর) দুপুরে লংগদু উপজেলাধীন আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারে আয়োজিত নিবাচনী সমাবেশে মনিস্বপন দেওয়ান এসব কথা বলেন।
অনুষ্ঠিত উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আটাকরছড়া ইউনিয়ন বিএনপির সভাপতি রুহুল আমিন মন্টু পিসি। এসময় রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম, লংগদু উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন, রাঙ্গামাটি জেলা জামায়াত নেতা এ্যাডভোকেট হারুনুর রশিদ, উপজেলা ভারপ্রাপ্ত জামায়াতের আমীর এএলএম সিরাজুল ইসলাম, আটারকছড়া ইউপি চেয়ারম্যান মঙ্গল কান্তি চাকমা, জেলা ছাত্রদলের সভাপতি ফারুক আহাম্মেদ সাব্বিরসহ জেলা ও উপজেলা বিএনপি, অঙ্গ-সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এসময় বক্তব্য রাখেন।
বিএনপির নেতৃবৃন্দ জানান, সোমবার ও মঙ্গলবার এই দু’দিনে পুরো উপজেলায় অন্তত ১০টি নির্বাচনী সমাবেশ ও উঠান বৈঠক করে স্থানীয় জনসাধারণকে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহবান জানান।