Chtnews24.com
থানচিতে প্রতিমন্ত্রীর আগমনে উপলক্ষ্যে প্রস্তুতি সভা
Saturday, 08 Dec 2018 18:33 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

শহিদুল ইসলাম (শহিদ) থানচিঃ-৯ই ডিসেম্বর বান্দরবানের সংসদীয় ৩০০ নং আসনের জাতীয় সংসদ সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান বীর বাহাদুর (উশৈসিং) থানচিতে আগমন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ থানচি উপজেলা শাখা।
শনিবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা দলীয় কার্যালয়ে অনুষ্টিত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মন্ত্রী প্রতিনিধি মংথোয়াই ম্যা (রনি)র সভাপতিত্বে প্রধান অতিথি বান্দরবান জেলা মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাধন চন্দ্র দাশ এতে প্রস্তুতি সভার আলোচনা করেন জেলা পরিষদের সম্মানিত সদস্য ও থানচি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক থোয়াইহ্লা মং মার্মা।
বিশেষ অতিথি বান্দরবান জেলা মহিলা লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষধের সদস্য টিংটিং ম্যা মার্মা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বকুলি মার্মা, থানচি সদর ইউপি চেয়ারম্যান মাংসার ম্রো, সাবেক জেলা পরিষধের সদস্য অংপ্রু ম্রো, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ওবামং মার্মা, নারী নেত্রী ও থানচি সদর ইউপির মহিলা সদস্য ডুলিচিং মার্মা, কৃষকলীগ থানচি উপজেলা শাখার সভাপতি শৈসা মার্মাসহ জেলা উপজেলা বিভিন্ন নেতৃবন্দ।