Chtnews24.com
বান্দরবানে ভারী বৃষ্টিপাতে নিন্মাঞ্চল ও প্রধান সড়ক প্লাবিত, বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন
Tuesday, 12 Jun 2018 21:24 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

বান্দরবানঃ-চারদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলে বান্দরবানের সাংগু, মাতামুহুরী ও বাকঁখালী নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হয়ে নিমাঞ্চল প্লাবিত হচ্ছে।
বান্দরবান-চট্টগ্রামের প্রধান সড়কের বাজালিয়ার মাহালিয়া এলাকায় সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হওয়ায় মঙ্গলবার সকাল থেকে বান্দরবান-কেরানীরহাট-চট্টগ্রাম সড়ক বন্ধ হয়ে সারাদেশের সাথে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এদিকে গতকাল থেকে বান্দরবান-রাঙ্গামাটি সড়কে স্বর্ণ মন্দির এলাকায় বেইলী ব্রীজ ডুবে যানচলাচল এখনো বন্ধ রয়েছে।
এদিকে টানা চারদিনের প্রবল বর্ষনের ফলে পাহাড়ী ঢলে বান্দরবান জেলা শহরের নিম্নাঞ্চল পানিতে প্লাবিত হচ্ছে।
এ বিষয়ে বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সজিব আহম্মেদ জানান, বান্দরবান কেরানীহাট এলাকার বাজালিয়ায় নিচু সড়কটি উচু করনের জন্য একটি প্লানিং পাঠানো হয়েছে। এর অনুমোদন হলে আগামী বর্ষার আগেই এ সড়কটি উচু করনের কাজ শুরু করা হবে।