Chtnews24.com
রাঙ্গামাটি আসনে ধানের শীষের চুড়ান্ত প্রতীক পেলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান
Friday, 07 Dec 2018 20:06 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ধানের শীষের চুড়ান্ত প্রতীক পেলেন সাবেক উপমন্ত্রী মনি স্বপন দেওয়ান। আসন্ন একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙ্গমাটি ২৯৯ নং আসনে বিএনপির প্রার্থী হিসাবে মণি স্বপন দেওয়ানকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। শুক্রবার (৭নভেম্বর) সন্ধ্যায় দৈনিক গিরিদর্পণ অফিসকে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা বিএনপির’র সভাপতি মো. শাহ আলম ও সাধারণ সম্পাদক দীপন তালুকদার (দীপু)।
সভাপতি শাহ আলম জানান, কেন্দ্রীয় বিএনপি’র মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপিকে অবগত করেন এবং রাতের মধ্যে অফিসিয়াল চিঠি প্রেরণ করবেন বলে জানান বিএনপি’র এ নেতা।
এর আগে কেন্দ্রীয় বিএনপি থেকে রাঙ্গামাটি জেলা আসনের জন্য ৯ জন মনোনয়ন কিনলেও কেন্দ্রীয় বিএনপি রাঙ্গামাটি আসনের জন্য বিএনপি থেকে সর্বশেষ মণি স্বপন দেওয়ান এবং দীপেন দেওয়ান এবং পরে কর্ণেল মণিষ দেওয়ানকে প্রাথমিক ভাবে দল থেকে মনোনয়ন প্রদান করা হয়েছিলো। এর মধ্যে মনি স্বপন দেওয়ান ও দীপেন দেওয়ান দুই জন মনোনয়নপত্র জমা দেন রাঙ্গামাটি জেলা রিটানিং অফিসারের কাছে। পরবর্তীতে শুক্রবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় চূড়ান্ত বাছাই পর্ব শেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে মণি স্বপনকে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি।
দেশের সকল পরিস্থিতি ঠিক থাকলে আগামী ৩০ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদীয় নির্বাচনে রাঙ্গামাটি ২৯৯ নং আসনে মণি স্বপন দেওয়ান বিএনপির পক্ষ থেকে ধানের শিষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিবেন।