Chtnews24.com
ঐক্যফ্রন্টের জনসভা স্থগিত, ইশতেহার ১৭ ডিসেম্বর
Friday, 07 Dec 2018 11:49 am
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

ডেস্ক রিপোর্টঃ-ঐক্যফ্রন্টের মুখপাত্র ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের পূর্বনির্ধারিত ১০ ডিসেম্বরের জনসভা স্থগিত করা হয়েছে। তিনি বলেন, ‘পরবর্তী সময়ে জনসভার তারিখ জানানো হবে। আগামী ১৭ ডিসেম্বর সংবাদ সম্মেলনের মাধ্যমে ইশতেহার ঘোষণা করা হবে।’
বৃহস্পতিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জোটের স্টিয়ারিং কমিটির বৈঠকের পর ফখরুল এ তথ্য জানান।
মির্জা ফখরুল বলেন, ‘গণহারে মনোনয়নপত্র বাতিলের পর যে অবস্থা সৃষ্টি হয়েছে, এ বিষয়ে বৈঠকে পর্যালোচনা করা হয়েছে। প্রতীক বরাদ্দের বিষয় নিয়েও আলোচনা হয়েছে। একইসঙ্গে প্রতীক বরাদ্দের পরেই নিজ নিজ এলাকায়, নিজ নিজ প্রতীক নিয়ে জনগণের সামনে মিছিল করা নিয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
তিনি বলেন, ‘প্রতিটি জেলায় এ প্রোগ্রামগুলো রাখা হয়েছে। একইসঙ্গে সোহরাওয়ার্দী উদ্যানের ১০ তারিখের জনসভা নির্বাচনের কারণে স্থগিত করা হচ্ছে। পরবর্তী সময়ে এই জনসভার তারিখ ঘোষণা করা হবে। এটা সম্ভবত নির্বাচনি প্রচারণার শেষের দিকে এই জনসভা করা হবে। যে কোন সময় জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।’