Chtnews24.com
সিউলে আবাসিক ভবনে অগ্নিকাণ্ড, নিহত-৭
Friday, 09 Nov 2018 18:26 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে তিনতলা বিশিষ্ট একটি আবাসিক ভবনে শুক্রবার (৯ নভেম্বর) অগ্নিকান্ডে সাতজন নিহত হয়েছে। দগ্ধ হয়েছে আরো  ১১ জন। দেশটির দমকল বাহিনীর তরফ থেকে এই তথ্য জানানো হয়। খবর এএফপি’র।
বার্তা সংস্থা ইয়োনহাপের খবরে বলা হয়, হতাহতদের অধিকাংশ দিনমজুর এবং হকার। তাদের সকলের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। তারা জীর্ণ এ ভবনের এক রুমের ছোট রুমগুলোতে মেস করে থাকতেন।
ওই ভবনের পাশে বসবাস করা ৬১ বছর বয়সী এক ব্যবসায়ী ইয়োনহাপকে বলেন, আমি চিৎকার শুনে বাইরে বেরিয়ে ওই ভবনে আগুন দেখতে পাই।
ভবনটি অনেক পুরাতন হওয়ায় এটি বসবাসের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ছিল।