Chtnews24.com
জিম্বাবুয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত-৪৭
Thursday, 08 Nov 2018 13:35 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-জিম্বাবুয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪৭ জন নিহত হয়েছে। জিম্বাবুয়ের রাজধানী হারারের কাছে গতকাল ( বুধবার ) একটি হাইওয়েতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর দ্য গার্ডিয়ানের।
দেশটির পুলিশ বাহিনী জানায়, দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। যাত্রীবোঝাই একটি বাস রাজধানী রাজধানী হারারে ছেড়ে রুসাপে শহরের দিকে যাচ্ছিলো। অপর দিক থেকে আসা একটি দ্রুতগামীর বাসের  সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই বহু মানুষের মৃত্যু হয়।
দেশটির ডেপুটি ট্রান্সপোর্ট মিনিস্টার ফরচুন চাছি বলেন, দেশের দুর্ঘটনা কমাতে অতি শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, জিম্বাবুয়েতে গত কয়েক বছর ধরে বাস দুর্ঘটনা সাধারন ব্যাপার হয়ে দাড়িয়েছে। দেশটির খারাপ রাস্তা-ঘাট এর মূল কারণ হিসেবে বলা হয়। চলতি বছরের জুন মাসে আরেক বাস দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যু হয়।