Chtnews24.com
আফগানে তালেবানের হামলায় ২০ সীমান্তরক্ষী নিহত
Tuesday, 06 Nov 2018 20:20 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

আন্তর্জাতিক ডেস্কঃ-আফগানিস্তানে তালেবানের হামলায় কমপক্ষে ২০ জন সীমান্তরক্ষী বাহিনীর সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফারাহ প্রদেশে বাহিনীর ঘাঁটিতে হামলা চালালে এ ঘটনা ঘটে। এবিসি নিউজ।
প্রাদেশিক পরিষদ সদস্য আবদুল সামাদ সালেহি জানান, ঘাঁটিতে ৪৫ জন সদস্য ছিল। মাত্র ৩ জন পালিয়ে পাশ্ববর্তী গ্রামে পৌছাতে পেরেছে। বাকিরা হয়তো নিহত হয়েছে অথবা তালেবানের হাতে আটক হয়েছে।
একজন সেনা কর্মকর্তা গণমাধ্যমকে জানায় কমপক্ষে ২০ জন সীমান্তরক্ষী নিহত হয়েছে এবং সমান সখ্যক সদস্য নিখোঁজ রয়েছে।
সোমবার গভীর হাতে সংঘর্ষ শুরু হয়। মাত্র ২ ঘন্টায় ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়ে নেয় তালেবান।
জাবিদুল্লাহ মুজাহিদ নামে তালেবানের এক মুখপাত্র হামলার দায় স্বীকার করেছে।