Chtnews24.com
রাঙ্গামাটি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কে সকাল সন্ধ্যা সড়ক পরিবহন ধর্মঘট চলছে
Thursday, 25 Oct 2018 12:12 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

রাঙ্গামাটিঃ-চট্টগ্রামের হাটহাজারীতে বাস চালককে ৩ মাসের কারাদন্ড দেয়ার প্রতিবাদে রাঙ্গামাটি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-রাঙ্গামাটি সড়কসহ সকল অভ্যন্তরীন সড়কে সকাল সন্ধ্যা সড়ক পরিবহন ধর্মঘট চলছে।
বুধবার (২৫ অক্টোবর) রাতে প্রতিবাদ সমাবেশ থেকে পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ এই ধর্মঘটের ডাক দেয়। ধর্মঘটের ফলে রাঙ্গামাটি-চট্টগ্রাম সড়কের দুরপাল্লার সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে। দুরপাল্লার যানবাহন চলাচল বন্ধ থাকায় শত শত যাত্রী দূর্ভোগে পড়েছে।  
এছাড়াও রাঙ্গামাটি-চট্টগ্রাম, রাঙ্গামাটি-খাগড়াছড়ি, রাঙ্গামাটি-কাপ্তাই সকল অভ্যন্তরীণ রুটে সকল যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
শহরে সিএনজি চলাচল স্বাভাবিক থাকায় মানুষের মাঝে কিছুটা স্বস্থি রয়েছে।
উল্লেখ্য, গতকাল বুধবার হাটহাজারীতে সংকেত অমান্য করায় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ দিদারুল আলম নামে এক বাস চালককে ৩ মাসের কারাদন্ড দেয়ার প্রতিবাদে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।