Chtnews24.com
সাগর উত্তালঃ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ
Wednesday, 10 Oct 2018 21:12 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

চট্টগ্রামঃ-বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের জাহাজ থেকে খোলাপণ্য খালাস হচ্ছে না। বিশেষ করে গম, সার, চিনি জাতীয় পণ্য খালাস বন্ধ রয়েছে। বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘তিতলি’র কারণে আবহাওয়া অধিদফতর দেশের সমুদ্রবন্দরগুলোকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলেছে।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব মো. ওমর ফারুক জানান, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কায় বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে শস্য জাতীয় খোলাপণ্য খালাস (লাইটারিং) বন্ধ রয়েছে। তবে বন্দরের জেটিতে কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
তিনি জানান, বহির্নোঙরে বৈরি আবহাওয়ায় পণ্য খালাসের কাজটা ঝুঁকিপূর্ণ। বৃষ্টি পড়লে গম, চাল, চিনি ইত্যাদি নষ্ট তো হবেই, তার ওপর বড় ধরনের দুর্ঘটানারও আশঙ্কা থাকে। তাই এ ধরনের পণ্য খালাস বন্ধ থাকে। মূলত আবহাওয়া অধিদফতরের তথ্যের ওপর নির্ভর করে বন্দরের অপারেশনাল কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়। বিষয়টি পর্যবেক্ষণ করছেন কর্তৃপক্ষ।