Chtnews24.com
পার্বত্য অঞ্চলের সন্ত্রাস চাদাঁবাজি এটা কলঙ্ক জনক-হামিদুল হক
Sunday, 07 Oct 2018 18:59 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

খাগড়াছড়িঃ-খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেডের সম্মেলন কক্ষে রবিবার (৭ অক্টোবর) সকাল ১১টায় খাগড়াছড়ি কর্মরত সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, এনএসডব্লিউসি, পিএসসি।
নবাগত রিজিয়ন কমান্ডার সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন, খাগড়াছড়ি জেলায় শান্তি সম্প্রীতি বজায় থাকলে উন্নয়ন সম্ভব। এখানে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। পার্বত্য অঞ্চলের সন্ত্রাস চাদাঁবাজি এটা কলঙ্ক জনক। এটা না করে শান্তির পথে ফিরে আসার আহবান জানিয়েছেন।
এখানে মারামারি-হানাহানি সন্ত্রাসী কার্যকলাপ করলে কঠোর হস্থে দমন করা হবে। সভা শেষে ৮টি মন্দির, ১টি মসজিদ, ৮জন গরিব মেধাবী শিক্ষার্থীকে আর্থিক অনুদান দিয়েছেন। এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়নের জিএসও, ২(ইন্ট) মেজর রফিকুল ইসলাম।
এবং সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক তরুণ কুমার ভট্টাচার্য্য, অরুণ্য বার্তার সম্পদক চৌধুরী আতাউর রহমান রানা, প্রেস ক্লাবের সভাপতি জীতেন বড়ূয়া, সহ-সভাপতি জহুরুল আলম, সাংবাদিক ইউনিয়নের সভাপতি নরুল আজম প্রমূখ। অন্যদিকে, প্রধান অতিথি রিজিয়ন কমান্ডার বিভিন্ন মসজিদ ও মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেছেন।