Chtnews24.com
বান্দরবানে নানা আয়োজনে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন
Tuesday, 14 Nov 2017 20:07 pm
Reporter :
Chtnews24.com

Chtnews24.com

বান্দরবানঃ-“সকল গর্ভধারন হোক পরিকল্পিত” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে বান্দরবান ডায়াবেটিক সমিতির আয়োজনে বান্দরবান ডায়াবেটিক হাসপাতালে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম বেবী। এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বান্দরবান ডায়াবেটিক হাসপাতালের সহ-সভাপতি বাদশা মিয়া মাষ্টার, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসহাক, প্রেসক্লাবের সহ সভাপতি এমএ হাকিম চৌধুরী সহ হাসপাতালটির বিভিন্ন সদস্য ও সেবা নিতে আসা রোগীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, আগামীর সুস্বাস্থ্য আমাদের অধিকার, আগামীর দিনগুলোতে আমাদের শরীরকে সুস্থ রাখতে আমাদের এখন থেকে স্বাস্থ্য সচেতন হতে হবে। এসময় বক্তারা আরো বলেন, প্রতি ১০ জনের মধ্যে ১ জন নারী ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপন উপলক্ষে সকাল থেকে বিকাল পর্যন্ত দিনব্যাপী বিনামুল্যে ডায়াবেটিস পরিক্ষা, ডায়াবেটিস চিকিৎসা ও ঔষধ সেবা প্রদান করেছে হাসপাতাল প্রাঙ্গনে।