বুধবার, ২৪ অক্টোবর ,২০১৮

Bangla Version
  
SHARE

মঙ্গলবার, ০৯ অক্টোবর, ২০১৮, ০৭:৩৯:২৯

কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে

কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে

রাঙ্গামাটিঃ-কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে। তাই কন্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে। তাদের যত্ন সহকারে বাড়তে দিতে হবে এবং তাদের অধিকারসহ উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের পাশপাশি সমাজের সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিবৃন্দরা এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মলন কক্ষে আয়োজিত জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হোসনে আরা বেগম, ইউমেন্স চেম্বার সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী বিথী চাকমা।
সভায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, মহিলা সমিতি ও মহিলা পরিষদের কর্মকর্তা ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দরা বলেন, আগে কন্যা শিশু জন্ম দেয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত আর সেই সাথে নির্যাতিত হতে হতো কন্যা শিশুকেও। তাই সবাই যদি সমন্বয়ের মাধ্যমে সচেতন হলে নারী ও শিশু নির্যাতন রোধ করা সম্ভব। বক্তারা বলেন, কন্যা শিশুরা এখন আর অপ্রত্যাশিত নয়। কন্যাশিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই সরকারের পাশাপাশি আমাদের উচিত হবে শিশুবিবাহ বন্ধ করা এবং কন্যা শিশুদের বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া। তা হলে কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই বিভাগের আরও খবর

  পার্বত্য চট্টগ্রাম ভূমি অধিগ্রহণ আইনের আবারো জটিলতাঃ ক্ষুব্ধ সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা

  গণভবনে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীঃ ষড়যন্ত্র মোকাবিলা করে যথাসময়ে নির্বাচন

  জনগণের জীবনমানে গুণগত পরিবর্তন এনেছে সরকার-রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

  তরুণ প্রজন্মের জন্য নিজের বর্তমানকে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী

  সংসদের শেষ অধিবেশনের পর নির্বাচনী প্রক্রিয়া-প্রধানমন্ত্রী

  জনগণ উন্নয়ন চাইলে ফের নৌকায় ভোট দেবে-প্রধানমন্ত্রী

  বাংলাদেশ কনস্যুলেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী

  নভেম্বরের প্রথম সপ্তাহে সংসদ নির্বাচনের তফসিল-ইসি

  বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে সৌদি ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

  এইচ টি ইমাম অসুস্থ, হেলিকপ্টারে আনা হলো ঢাকায়

  প্রধানমন্ত্রী সৌদি আরব পৌঁছেছেন

  0

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, গুজব সনাক্তকরণে যে সেল করা হয়েছে, তা সামাজিক যোগাযোগের মাধ্যমে মতপ্রকাশ নিয়ন্ত্রণ বা সোশ্যাল মিডিয়া পুলিশিং করবে না। আপনি কি এতে আশ্বস্ত?