শুক্রবার, ১৯ এপ্রিল ,২০১৯

Bangla Version
  
SHARE

সোমবার, ১৫ এপ্রিল, ২০১৯, ০৩:৪১:৪০

খাগড়াছড়িতে বাংলা বর্ষবরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও “জলকেলি” উৎসব

খাগড়াছড়িতে বাংলা বর্ষবরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও “জলকেলি” উৎসব

লিটন ভট্টচার্য্য রানা, খাগড়াছড়িঃ-খাগড়াছড়িতে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রাসহ নানা আয়োজনে খাগড়াছড়িতে বাংলা বর্ষবরণ উদযাপিত হয়েছে। রবিবার সকালে খাগড়াছড়ি জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রাটি সরকারী হাই স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন হল প্রাঙ্গনে বেলুন ও পায়রা উড়িয়ে উদ্বোধন করেন উপজাতীয় শরনার্থী পুনর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এতে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো: শহিদুল ইসলাম, পুলিশ সুপার মো: আহমার উজ্জামান, খাগড়াছড়ি পৌর মেয়র রফিকুল আলমসহ স্থানীয় নেতৃবৃন্দ এতে অংশ নেয়।
র‌্যালীতে বিভিন্ন সম্প্রদায়ের তরুণ-তরুণীরা ঐহিত্যবাহী পোশাক পড়ে অংশ নেয়। এর আগে জেলা প্রশাসকের বাংলোয় পান্তা খাওয়ার আয়োজন করা হয়।
খাগড়াছড়ি রিজিয়নের আয়োজনে বাংলা নববর্ষ উপলক্ষে দিনব্যাপি বৈশাখী মেলার উদ্বোধন হয়েছে। শনিবার সকালে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে উদ্বোধন করেন প্রধান অতিথি শরণার্থী পুণর্বাসন বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
এ সময় অতিথি ছিলেন, খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, খাগড়াছড়ি পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য খগেশ্বর ত্রিপুরা,  খাগড়াছড়ি সদর উপজেলার চেয়ারম্যান শানে আলম প্রমূখ।
এসময অতিথিরা বাঙ্গালী সংস্কৃতি ঐতিহ্যের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং হাড়িয়ে সাপ, বানর খেলাসহ বিভিন্ন কিছু উপভোগ করেন।
সাংগ্রাই উপলক্ষে মারমা তরুণ-তরুণীরা “জলকেলি” উৎসব
পাহাড়ে মারমা সম্প্রদায়ের সাংগ্রাই উৎসবকে ঘিরে বসেছে প্রাণের মেলা। সাংগ্রাই উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী-শোভাযাত্রার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী এর আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। রবিবার সকাল ১১টায় সাংগ্রাই উপলক্ষে খাগড়াছড়ির পানখাইয়াপাড়া থেকে এক বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মারমা উন্নয়ন সংসদের উদ্দ্যেগে আয়োজিত র‌্যালী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র‌্যালিতে মারমা,ত্রিপুরা চাকমা ও পাহাড়ি বাঙালী সকলে নানা রঙিন পোশাকে সজ্জিত হয়ে নেচে গেয়ে র‌্যালিতে উল্লাসে মেতে উঠে।
মারমা সম্প্রদায়ের লোকজন র‌্যালিতে নিজস্ব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরেন। এ সময় চাঁদের গাড়ী (জীপ) ও পিক-আপে করে মারমা তরুণ-তরুণীরা “জলকেলি” উৎসবে মেতে উঠে। এছাড়াও ভ্যান গাড়িতে চড়ে ঐতিহ্যবাহী ছাতা মাথায় নেচে-গেয়ে আনন্দ উল্লাসে মেতে উঠে র‌্যালীতে অংশ গ্রহণকারীরা।
এর আগে মারমা উন্নয়ন সংসদের সামনে র‌্যালিটির  উদ্ভোধন করেন খাগড়ছড়ির সংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা। এতে বিশেষ অতিথি ছিলেন বিগ্রেডিয়ায় জেনারেল হামিদুল হক, জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, জেলা প্রশাসক মো:শহিদুল ইসলাম, পুলিশ সুপার আহমার উজ্জামান, পৌর মেয়র মো: রফিকুল আলম সহ বিভিন্ন সামরিক-বেসামরিক-কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আনন্দ র‌্যালীতে অংশ গ্রহন করেন।

এই বিভাগের আরও খবর

  সীমান্তে হত্যা-নির্যাতন, চোরাচালান ও ফেনী নদী থেকে ভারতের পানি উত্তোলন বন্ধে ব্যবস্থা নেয়ার দাবী

  ২৩ বিজিবি’র উদ্যোগে যানবাহন দূর্ঘটনা ও তার প্রতিকার শীর্ষক কর্মশালা

  খাগড়াছড়িতে ৫ আসামীকে যাবজ্জীবন কারাদণ্ড

  বর্ষবরণ উৎসবট সম্প্রীতি মেলায় রঙ্গিন হয়ে উঠেছে গুইমারা আর্মি ষ্টেডিয়াম

  খাগড়াছড়িতে বাংলা বর্ষবরণে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও “জলকেলি” উৎসব

  মারমা সম্প্রদায়ের সাংগ্রাইং উৎসবে মেতে উঠেছে পার্বত্যবাসী

  সিন্দুকছড়িতে বৈসাবি’র বর্ণাঢ্য শোভাযাত্রা

  খাগড়াছড়িতে পায়রা ও বেলুন উড়িয়ে ত্রিপুরা সম্প্রদায়ের বৈসুর উৎসব উদ্বোধন

  চেঙ্গী নদীতে ফুল ভাসানো মধ্যে দিয়ে চাকমা সম্প্রদায়ের বিজুর উৎসব শুরু

  দীঘিনালায় নদীতে ফুল ভাসিয়ে পাহাড় বৈসাবি উৎসবে আমেজ শুরু

  বৈসাবি উৎসবের মধ্যদিয়ে পাহাড়ে সম্প্রীতির বন্ধন আরও সু-দৃঢ় হবে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন

লন্ডনে থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপির পুনর্গঠনের কাজ শুরু করেছেন জানিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অল্প সময়ের মধ্যেই বিএনপি আবার উঠে দাঁড়াবে। আপনি কি তা মনে করেন?