মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
সোহেল রানা, দীঘিনালাঃ-১৯০০ সালে প্রণীত বৃটিশ আইন দ্বারা পরিচালিত হেডম্যান প্রথা এবং ভারতীয় ও মিয়ানমার নাগরিকদের উদ্বাস্তু সাজিয়ে পূর্ণবাসনের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে, পার্বত্য অধিকার ফোরাম এবং বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ।
রবিবার (৭ অক্টোবর) দীঘিনালা উপজেলার হোটেল ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর দীঘিনালা উপজেলা কমিটির সভাপতি মো. আল আমিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন, জেলা কমিটির আহবায়ক মো. জাহিদুল ইসলাম জাহিদ। এসময় অন্যদের মধ্য আরো উপস্থিত ছিলেন, পার্বত্য অধিকার ফোরাম এর সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর এসএম মাসুম রানা, বৃহত্তর পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ এর উপজেলা তত্ত্বাবধায়ক মো. সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক মো, মুনসুর আলম হিরা প্রমূখ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন, খাগড়াছড়ি পৌরসভার কাউন্সিলর এসএম মাসুম রানা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করে বলা হয়, হেডম্যান কার্বারীরা বাঙ্গালীদের কোন প্রকার খাজনা নিচ্ছে না এবং হেডম্যান রিপোর্ট প্রদানের ক্ষেত্রেও হয়রানি করে করে যাচ্ছে। এসময় তিনি আরো বলেন, হেডম্যান রিপোর্ট সুযোগটি কাজে লাগিয়ে বাঙ্গালীদের ৫৬ হাজার উদ্বাস্তু বাঙ্গালী পরিবারের জমি উপজাতিরা বেদখল করে নিয়ে যাচ্ছে। সংবাদ সম্মেলনে পাহাড়ে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবী জানিয়ে বলেন, পাহাড়ে ২৬ হাজার বাঙ্গালী উদ্বাস্তু বাঙ্গালী পরিবারসহ সকল উদ্বাস্তু পরিবারের পূর্ণবাসনের দাবী জানানো হয়।
খাগড়াছড়িতে মনোনয়নপত্র দাখিল করেছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা
দীঘিনালায় চেয়ারম্যান-৮, ভাইস চেয়ারম্যান-৪ ও মহিলা ভাইস চেয়ারম্যান-৩ মনোনয়নপত্র জমা
বঙ্গবন্ধু-ই প্রথম পাহাড়িদের উচ্চ শিক্ষার্জনে দেশ-বিদেশের পথ খুলে দিয়েছিলেন-মংসুইপ্রু চৌধুরী অপু
পার্বত্য চট্টগ্রাম সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় খাগড়াছড়ির বাসন্তী চাকমা নির্বাচিত
খাগড়াছড়িতে বিদেশি পিস্তলসহ নেন্সী বাজার থেকে সন্ত্রাসীকে আটক
আওয়ামীলীগ যতবার ক্ষমতায় এসেছে দেশের মানুষের উন্নয়নে নিরলস কাজ করেছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি
খাগড়াছড়িতে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন
খাগড়াছড়িতে ১৯ ফেব্রুয়ারি থেকে ‘পার্বত্য চট্টগ্রাম ফুটবল টুর্নামেন্ট’ শুরু-মোঃ শহিদুল ইসলাম
মাটিরাঙ্গায় ট্রাকের চাপায় প্রাণ হারালেন মা, আকষ্মিকভাবে বেঁচে গেলো দুই সন্তান
বিশ্ব ভালবাসা দিবসে ছাত্রলীগের উদ্যোগে কলেজ ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান