মঙ্গলবার, ২০ আগস্ট ,২০১৯

Bangla Version
  
SHARE

বৃহস্পতিবার, ১৬ মে, ২০১৯, ০৩:৫৮:৩২

উন্মোচিত সৃষ্টিশীল কাজের পাশে থাকবে জেলা পরিষদ-কংজরী চৌধুরী

উন্মোচিত সৃষ্টিশীল কাজের পাশে থাকবে জেলা পরিষদ-কংজরী চৌধুরী

খাগড়াছড়িঃ-বেগম রোকেয়া পদক জয়ী পাহাড়ের বিশিষ্ট লেখক শোভা ত্রিপুরার বৌদ্ধ ধর্মে নারীর আবদান এবং সীমানা পেরিয়ে গ্রস্থের মোড়ক উম্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ মে) খাগড়াছড়ি প্রেস ক্লাবের হল রুমে এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী।
বাংলা একাডেমী পুরস্কার প্রাপ্ত লেখক ও গবেষক প্রভাংশু ত্রিপুরার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খাগড়াছড়ি সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ বোধিসত্ত্ব দেওয়ান, দৈনিক অরণ্য বার্তা পত্রিকার সম্পাদক চৌধুরী আতাউর রহমান, খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শানে আলম, বেগম রোকেয়া পদক জয়ী পাহাড়ের বিশিষ্ট লেখক শোভা ত্রিপুরা, একুশে পদক প্রাপ্ত লেখক মংছেনচীং মংছিন ও জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা প্রমুখ।
আলোচনার পর বেগম রোকেয়া পদক জয়ী পাহাড়ের বিশিষ্ট লেখক শোভা ত্রিপুরার বৌদ্ধ ধর্মে নারীর আবদান এবং সীমানা পেরিয়ে গ্রস্থের মোড়ক উম্মোচন করা হয়।  
বৌদ্ধ ধর্মে নারীর আবদান গ্রন্থটি প্রকাশনায় অর্থায়ন করেছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, এ ধরনের সৃষ্টিশীল কাজের পাশে জেলা পরিষদ সবসময়ই থাকবে। তিনি পার্বত্য খাগড়াছড়ির উন্নয়নে জেলা পরিষদ’র উদ্যোগ্যে একটি ইংলিশ মিডিয়াম স্কুল এবং বিসিএস কোচিং সেন্টার চালুর আশ^াস দেন।
অনুষ্ঠানে বক্তারা বেগম রোকেয়া পদকপ্রাপ্ত শোভা ত্রিপুরাকে পাহাড়ের অগ্নি কণ্যা এবং পাহাড়ের বেগম রোকেয়া খ্যাতিতে ভুষিত করেন। বক্তারা আরো বলেন, পাহাড়ের লেখক সৃষ্টিতে তৎকালীন সাপ্তাহিক বনভুমির অনেক অবদান রয়েছে। পত্রিকায় ছোট গল্প লেখা থেকেই লেখকদের লেখার প্রতি আরো আগ্রহ সৃষ্টি হয়। তাই খাগড়াছড়ি থেকে প্রকাশিত দৈনিক অরণ্যবার্তা পত্রিকায় ছোট গল্প প্রবন্ধ ও কবিতা প্রকাশের অনুরোধ জানানো হয়।
এদিকে দৈনিক অরণ্যবার্তা পত্রিকার সম্পাদক এই প্রতিবেদককে জানান, দৈনিক অরন্যবার্তা পাঠকদের সবসময় প্রধান্য দেয় এবং পাঠকদের চাহিদা বিবেচনা করেই এগিয়ে যাচ্ছে। পাঠকদের চাহিদা অনুযায়ীই যেকোন লেখকের মানসম্পন্ন লেখা দৈনিক অরণ্যবার্তা ছাপানোর আশ্বাস দেন তিনি।

এই বিভাগের আরও খবর

  রাজস্থলীতে সেনা সদস্য নিহতের ঘটনায় রাজস্থলী-চন্দ্রঘোনা-বান্দরবান সড়কে যৌথবাহিনীর বিশেষ অভিযান, টহল জোড়দার

  পানির সংকট নিরসন হলো বান্দরবানের রোয়াংছড়িতে

  বান্দরবানে ডেঙ্গু রোগ প্রতিরোধে মালিক ও চালক সমিতির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান

  লামা থেকে চট্টগ্রাম বাস সার্ভিস চালু ও সড়কে দুর্ঘটনা রোধে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন-স্মারকলিপি প্রদান

  রাজস্থলীতে সেনা টহল দলের উপর সন্ত্রাসীদের গুলিবর্ষণঃ স্থল মাইন বিষ্ফোরণ ও গুলিবিদ্ধ হয়ে ৪ সেনা সদস্য আহত

  লামায় পুকুরে ভেসে উঠল শিশুর লাশ

  দীর্ঘ ৫৭ বছর ধরে একটি ব্রিজের দাবি বাস্তবায়িত করেনি কেউঃ ঝুঁকি নিয়ে পারাপার করছে এলাকাবাসী

  তিন পার্বত্য জেলা পরিষদকে শক্তিশালী করতে জনবল বৃদ্ধিসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে-সচিব

  রাঙ্গামাটিতে মাদক বিরোধী সচেতনতামুলক ডিজিটাল কিওস্ক এলইডি ডিসপ্লের উদ্বোধন করলেন জেলা প্রশাসক

  খাগড়াছড়িতে জনস্বাস্থ্য প্রকৌশলী কামাল হোসেন’র অফিস দখলের চেষ্টার অভিযোগের বিরুদ্ধে মামলা

  রাঙ্গামাটিতে জেলা প্রশাসনের মাসিক আইন শৃংখলা সভা অনুষ্ঠিত 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন