বুধবার, ১৫ আগস্ট ,২০১৮

Bangla Version
SHARE

সোমবার, ০৯ জুলাই, ২০১৮, ০৮:০৬:১৮

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

ক্যানসারে আক্রান্ত বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে

বিনোদন ডেস্কঃ-বলিউড অভিনেত্রী সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তিনি নিজেই এ কথা জানিয়েছেন। ইনস্টাগ্রামে একটি দীর্ঘ পোস্টে সোনালি জানিয়েছেন, তার ‘হাই গ্রেড ক্যানসার’ধরা পড়েছে। তা ছড়িয়ে পড়েছে। বিষয়টি তিনি আগে বুঝতে পারেননি।
সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘জীবনে অনেক সময়ই অপ্রত্যাশিত কঠিন সংকটের মুখে পড়তে হয়। সম্প্রতি আমার হাই-গ্রেড ক্যানসার ধরা পড়েছে, যা ছড়িয়ে পড়েছে। আমি এই বিষয়টি আগে বুঝতেই পারিনি। সামান্য যন্ত্রণার জন্য কিছু পরীক্ষা করতে হয়। আর সেই পরীক্ষাতেই অপ্রত্যাশিত বিষয়টি ধরা পড়ে। পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা আমার পাশে দাঁড়িয়েছে। এজন্য আমি ধন্য ও তাদের প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ।’
সোনালি লিখেছেন, ‘এক্ষেত্রে অবিলম্বে ও দ্রুত ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কিছু উপায় নেই। আমার চিকিৎসকরা সেই পরামর্শই দিয়েছেন। নিউইয়র্কে বর্তমানে আমার চিকিৎসা চলছে। আমি আশাবাদী এবং এই রোগের সঙ্গে প্রতিটি পদক্ষেপে লড়াই করতে আমি দৃঢ়সংকল্প। গত কয়েক দিনে আমি যে অভাবনীয় ভালবাসা ও সমর্থন পাচ্ছি, এখন সেটাই সবচেয়ে বেশি সাহায্য করছে। এজন্য আমি কৃতজ্ঞ। আমি জানি, এই লড়াইয়ে আমার পাশে রয়েছে আমার পরিবার ও বন্ধুরা।’
হাম সাথ সাথ হ্যায়, সরফারোস, কল হো না হো-র মতো সিনেমায় জনপ্রিয়তা পেয়েছেন সোনালি বেন্দ্রে। সম্প্রতি একটি জনপ্রিয় টেলিভিশন শো-তে তার জায়গায় জাজ-এর ভূমিকায় নেওয়া হয়েছে হুমা কুরেশিকে।

এই বিভাগের আরও খবর

  সকলের সচেতনতাই পারে সকল প্রকার দূর্ঘটনা প্রতিরোধ করতে-বীর বাহাদুর এমপি

  প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন তথা তাদের ক্ষমতায়নে সরকার বদ্ধ পরিকর-নব বিক্রম কিশোর ত্রিপুরা

  যোগদানকৃত নতুন রিজিয়ন কমান্ডারের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎকার

  বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্প্রে মেশিন ও মাছের পোনা বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

  খাগড়াছড়িতে অপহৃত ৪ জনের মুক্তির দাবীতে সড়কে বিক্ষোভঃ অবশেষে ২২ ঘন্টা পর উদ্ধার

  এতিমখানা ও মোনঘর শিশু সদনে রাঙ্গামাটি জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

  লামার ইয়াংছা-বনপুর সড়কের ৯ কিলোমিটার মানুষের মরণফাঁদ !

  ৩০ লক্ষ শহীদের শ্রদ্ধার্ঘ্যে রাঙ্গামাটিতে পুলিশের উদ্যোগে সবুজায়ন কর্মসূচী

  বৃষ্টি নেই বাতাস নেই তবুও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং রাঙ্গামাটিবাসীর নাভিশ্বাস

  বরকলের আইন-শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে-সাজিয়া পারভীন

  থানচিতে বিশেষ আইন-শৃংখলা সভা 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন