বুধবার, ১৫ আগস্ট ,২০১৮

Bangla Version
SHARE

রবিবার, ০৩ জুন, ২০১৮, ০৪:১৬:৪৬

হলিউডের ছবিতে দীপিকার লুঙ্গি ডান্স?

হলিউডের ছবিতে দীপিকার লুঙ্গি ডান্স?

বিনোদন ডেস্কঃ-বেশ জনপ্রিয় হয়েছিল চেন্নাই এক্সপ্রেসে ছবির 'লুঙ্গি ডান্স' গানটি। দুনিয়ার সর্বত্র ছড়িয়ে পড়ে শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ছবির গান। শুধু তাই নয়, হলিউডের ছবি ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবির প্রচারে ভারতে এসে হলিউড অভিনেতা ভিন ডিজেলও খানিকটা লুঙ্গি নৃত্য দিয়েছিলেন। সঙ্গে ছিলেন দীপিকা।
শোনা যাচ্ছে, এই ছবির পরের কিস্তিতে নাকি থাকতে পারে ভারতীয় লুঙ্গি ডান্স। পরিচালক ডিজে কারুসোর টুইট তো তা-ই বলে।
ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ ছবি দিয়ে হলিউডে অভিষেক হয় দীপিকার। পরিচালক অনেক আগেই বলেছিলেন পরবর্তী কিস্তিতেও তার পছন্দ দীপিকা। যদিও এখনো নিশ্চিতভাবে কিছুই জানাননি। চলছে পাণ্ডুলিপি ঘষামাজার কাজ। এরই মাঝে গত বুধবার পরিচালক তার মনের একটি ইচ্ছা টুইট করেন।
তিনি লেখেন, আমি 'ট্রিপল এক্স ৪' ছবিটি বলিউড নাচ দিয়ে শেষ করতে চাই। দীপিকা পাড়ুকোনের নেতৃত্বে লুঙ্গি ডান্স? কিছুটা নতুন?'
আর এই টুইটেই রাজ্যময় প্রচার-ছবিতে থাকছে লুঙ্গি ডান্স। বলিউডের এই নাচ থাকলে দীপিকা তো থাকবেনই। তা আর বলার অপেক্ষা রাখে? সে যা হোক, এই নাচ যে পাড়ি দিতে যাচ্ছে সাত সমুদ্দুর তেরো নদী-এ গুঞ্জন এখন বলিউডে।
ছবিটিতে কাজ করার অভিজ্ঞতা শেয়ার করে দীপিকা জানিয়েছিলেন, বহু অডিশনের পর তিনি এই রোলটি পান। এর আগেও তিনি অন্যান্য সিনেমার অডিশনও দিয়েছেন। হলিউড অ্যাকশন স্টার ভিন ডিজেলের সঙ্গে 'ট্রিপল এক্স' ছবিতে কাজ করার সুযোগ পেয়ে বেশ খুশি নায়িকা। ট্রিপল-৪ নিয়ে এখনও কোনও মন্তব্য করেননি অভিনেত্রী।

এই বিভাগের আরও খবর

  সকলের সচেতনতাই পারে সকল প্রকার দূর্ঘটনা প্রতিরোধ করতে-বীর বাহাদুর এমপি

  প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন তথা তাদের ক্ষমতায়নে সরকার বদ্ধ পরিকর-নব বিক্রম কিশোর ত্রিপুরা

  যোগদানকৃত নতুন রিজিয়ন কমান্ডারের সাথে জেলা পরিষদ চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎকার

  বান্দরবানে বিভিন্ন প্রতিষ্ঠানকে স্প্রে মেশিন ও মাছের পোনা বিতরণ করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

  খাগড়াছড়িতে অপহৃত ৪ জনের মুক্তির দাবীতে সড়কে বিক্ষোভঃ অবশেষে ২২ ঘন্টা পর উদ্ধার

  এতিমখানা ও মোনঘর শিশু সদনে রাঙ্গামাটি জেলা পরিষদের নগদ অর্থ বিতরণ

  লামার ইয়াংছা-বনপুর সড়কের ৯ কিলোমিটার মানুষের মরণফাঁদ !

  ৩০ লক্ষ শহীদের শ্রদ্ধার্ঘ্যে রাঙ্গামাটিতে পুলিশের উদ্যোগে সবুজায়ন কর্মসূচী

  বৃষ্টি নেই বাতাস নেই তবুও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং রাঙ্গামাটিবাসীর নাভিশ্বাস

  বরকলের আইন-শৃঙ্খলা যাতে বিঘ্ন না ঘটে তার জন্য সবাইকে সজাগ থাকতে হবে-সাজিয়া পারভীন

  থানচিতে বিশেষ আইন-শৃংখলা সভা 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন