রবিবার, ১৮ ফেব্রুয়ারী ,২০১৮

Bangla Version
  
SHARE

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৮:১৩:৩৭

বুলেট নয়, বন্দুক নয়, কলমের শক্তিই প্রকৃত শক্তি-বীর বাহাদুর এমপি

বুলেট নয়, বন্দুক নয়, কলমের শক্তিই প্রকৃত শক্তি-বীর বাহাদুর এমপি

বান্দরবানঃ-বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবান প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে পৌরসভা মিলানায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,   দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক কাশেমী, সময় টেলিভিশন প্রতিনিধি এস.বাসু দাশ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ, ডিবিসি প্রতিনিধি সৈকত দাশ, মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, এশিয়ান টিভি প্রতিনিধি নুরুল কবির, এশিয়ান এইর্জ প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রতিষ্টা বার্ষিকীর সভায় মোহনা টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বুলেট নয়, বন্দুক নয়, কলমের শক্তিই প্রকৃত শক্তি। এসময় তিনি আরো বলেন, দেশে লাইসেন্সপ্রাপ্ত চ্যানেলগুলোর মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই তার অজানা তথ্যগুলো জানতে পারছে। সাংবাদিকদের তথ্যের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হচ্ছে। শেষে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ অতিথিবৃন্দরা।

এই বিভাগের আরও খবর

  খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশ ফায়ারে আবারও ইউপিডিএফ সদস্য নিহত

  নাইক্ষ্যংছড়িতে ডাকাতের আতঙ্কে ঘরছাড়া চাকপাড়ার বাসিন্দারা

  শহীদ মিনার নেই জুরাছড়ি ৬৮ শিক্ষা প্রতিষ্ঠানে

  রাঙ্গামাটিতে বিএনপির গণস্বাক্ষর কর্মসূচী পালিত

  আলোকিত সমাজ গড়তে আগে সব ঘরে ঘরে আলোকিত মানুষ গড়তে হবে-বীর বাহাদুর এমপি

  সরকার পাহাড়ী-বাঙ্গালী সম্প্রীতির মেল বন্ধনে সকল নাগরিকদের সেবা দিয়ে যাচ্ছে-কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি

  লামায় র‌্যাবের অভিযানে বিপুল অস্ত্রসহ আটক-৪

  চাকমা রাণীর উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটিতে নাগরিক সমাজের নিন্দা, সংবাদ সন্মেলনে ৫ দফা দাবি

  পরিবেশ বিপর্যয়’র আশঙ্কা হুমকির মুখে ঐতিহ্যবাহী মাতাই পুকুরী, প্রশাসন নিরব

  ক্ষতিগ্রস্থদের ধৈর্য্য ও মনোবল সুদৃঢ় করে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে-দীপংকর তালুকদার

  লামায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন