সোমবার, ২৩ এপ্রিল ,২০১৮
Bangla Version
ডেস্ক রিপোর্টঃ-কৃষ্ণসার হরিণ হত্যা মামলা থেকে তিন দিন আগেই মুক্তি পেয়েছেন সালমান খান। তার মুক্তির জন্য বলিউড থেকে আম জনতা সকলেই সোশ্যাল মিডিয়াতে পোস্ট দিয়েছিলেন। তবে কেউ কেউ বলছেন এই ঘটনায় সলমন দোষী ছিলেন না। অন্য কেউ এই অপরাধের সঙ্গে যুক্ত।
কিংবদন্তী অভিনেত্রী সিমি গেরওয়াল সলমনের পক্ষ নিয়ে তার টুইটারে বলেন, বোকা বোকা ভাবাবেগের কারণে কাউকে বাঁচাতে চেয়েছিল সালমান।
অর্থাৎ সিমি গেরওয়ালের মতে, দোষী সালমান নন, অন্য কেউ। সালমান শুধু তাকে বাঁচাতেই নিজের ঘাড়ে কৃষ্ণসার হরিণ হত্যার দোষ নেন।
সিমি গেরওয়াল তার টুইটে বলেন, ‘সালমানের সমাজ সেবা, ইত্যাদি বিষয় এখানে অপ্রাসঙ্গিক। যেটা গুরুত্বপূর্ণ তা হলো তিনি মোটেও বন্দুকের ট্রিগার টানেননি। তিনি কোনও অপরাধই করেননি। সালমান শুধু তার বোকা বোকা মানসিকতার জেরে অন্যকে বাঁচানোর জন্য নিজে দোষী হন। যার জন্য নিজেকে এতবড় মূল্য দিতে হয়।
কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সলমন খানের পাঁচ বছরের সাজা ঘোষণা হওয়ার পর এই টুইটটি করেন সিমি গেরওয়াল। তবে কে আসল দোষী সে বিষয়ে কোনও কিছু জানা যায়নি সেই টুইট থেকে।
বিদেশে যেতে বাঁধা নেই সালমানের
রাঙ্গামাটির মাঝেরবস্তী বাংলা নববর্ষ উদযাপন পরিষদের রজত জয়ন্তীঃ আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্
সালমান নন, কে কৃষ্ণসার হত্যা মামলার অপরাধী?
জেলমুক্ত সালমান মুম্বাইয়ের পথে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
২৫তম মৃত্যুবার্ষিকী আজঃ বলিউড যাকে আজও মনে করে
যেসব বলিউড অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন!
প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল 'বাঘি ২'
১৫ মিনিটে ৫ কোটি পারিশ্রমিক চাইলেন রণবীর!