মঙ্গলবার, ২৪ এপ্রিল ,২০১৮
Bangla Version
বিনোদন ডেস্কঃ-সাবেক পর্ন তারকা ও হালের বলিউড ডিভা সানি লিয়ন যুব সমাজের জন্য বিপজ্জনক। তাই নতুন বছরকে বরণের রাতে সানি লিয়নের অনুষ্ঠান করতে দেওয়ার ঝুঁকি নেওয়া যাবে না। এই যুক্তি দেখিয়ে ভারতের বেঙ্গালুরুতে সানি লিওনের অনুষ্ঠানই বাতিল করে দিল কর্নাটক সরকার।
খবর অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর বেঙ্গালুরুতে এক অনুষ্ঠানে পারফর্ম করার কথা ছিল সানি লিওনের। কিন্তু সানির অনুষ্ঠানের অনুমতি দিলে আইন-শৃঙ্খলার অবনতি হতে পারে, এই যুক্তি দেখিয়ে অনুষ্ঠানের অনুমতি নাকচ করে দিয়েছে কর্নাটক সরকার। উদ্যোক্তাদের অবশ্য দাবি, পরিবার নিয়ে সবাই যাতে উপভোগ করতে পারে, সেভাবেই সানির অনুষ্ঠানের পরিকল্পনা নেওয়া হয়েছিল।
কর্নাটক সরকারের দাবি, গত আগস্ট মাসে কেরালের কোচিতে সানির অনুষ্ঠান চলাকালীন ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়। তাই অনুমতি নাকচ করার আগে কোচি পুলিশের থেকেও মতামত নেওয়া হয়েছে।
কন্নড়ে যে সংগঠনগুলি সানির অনুষ্ঠানের বিরোধিতায় নেমেছিল, তাদের দাবি, সানি লিওন অনুষ্ঠান করলে যুবসমাজ নষ্ট হয়ে যাবে। এমনকী এই অনুষ্ঠান হলে গণআত্মহত্যার হুমকি দিয়ে রেখেছিল এই সংগঠনগুলি।
একসময় নীল ছবির তারকা সানি বলিউডের প্রথমসারির ছবিতেও অভিনয় করছেন।
এমনকি কন্নড় ছবি ‘ডিকে’-তে অভিনয় করেছেন তিনি। শুধু তাই নয়, সানি এখন দত্তক নেওয়া কন্যাসন্তানের মাও বটে। এত কিছুর পরেও যে সানির ‘উষ্ণ’ ইমেজে এতটুকু ভাটা পড়েনি, কর্নাটকের ঘটনাই তার বড় প্রমাণ।
বিদেশে যেতে বাঁধা নেই সালমানের
রাঙ্গামাটির মাঝেরবস্তী বাংলা নববর্ষ উদযাপন পরিষদের রজত জয়ন্তীঃ আসছে দেশের জনপ্রিয় ব্যান্ড দল সোলস্
সালমান নন, কে কৃষ্ণসার হত্যা মামলার অপরাধী?
জেলমুক্ত সালমান মুম্বাইয়ের পথে, দেশ ত্যাগে নিষেধাজ্ঞা
২৫তম মৃত্যুবার্ষিকী আজঃ বলিউড যাকে আজও মনে করে
যেসব বলিউড অভিনেত্রী বিয়ের আগেই অন্তঃসত্ত্বা হয়েছিলেন!
প্রথম দিনেই ২৫ কোটি টাকার ব্যবসা করল 'বাঘি ২'
১৫ মিনিটে ৫ কোটি পারিশ্রমিক চাইলেন রণবীর!