শনিবার, ২১ সেপ্টেম্বর ,২০১৯

Bangla Version
  
SHARE

সোমবার, ২২ জুলাই, ২০১৯, ০৩:৫০:১১

বান্দরবানের রোয়াংছ‌ড়িতে ইউনিয়ন আওয়ামীলী‌গ সভাপ‌তি‌কে গুলি করে হত্যা

বান্দরবানের রোয়াংছ‌ড়িতে ইউনিয়ন আওয়ামীলী‌গ সভাপ‌তি‌কে গুলি করে হত্যা

‌বান্দরবানঃ-বান্দরবানে এক ইউনিয়ন আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত নেতার নাম মং মং থোয়াই মারমা‌ (৫০)। তিনি রোয়াংছ‌ড়ির তারাছা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন।
সোমবার (২২জুলাই) দুপু‌র দেড়টার দিকে বান্দরবা‌ন-রোয়াংছ‌ড়ি সড়‌কের শামুকছঝিড়ি এলাকায় মোটরসাইকেল করে আসার সময় দুর্বৃত্তরা তাকে গুলি করে।
স্থানীয়রা জানায়, দুপু‌রে রোয়াংছ‌ড়ি থে‌কে বান্দরবান সদ‌রে আসার প‌থে শামুকঝিড়ি এলাকায় সন্ত্রাসীরা মংমং থোয়াইকে পাঁচটি গু‌লি ক‌রে। এতে ঘটনাস্থ‌লেই তার মৃত্যু হয়।
বান্দরবান সদর হাসপাতা‌লের ডাক্তার চিংম্রাসা ব‌লেন, হাসপাতা‌লে নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছিল। ফলে তাদের আর কিছু করার ছিল না।
আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন রোয়াংছড়ি থেকে কাজ সেরে মোটরসাইকেল নিয়ে বান্দরবান জেলা শহরে আসার পথে সামগ্রী এলাকায় দুর্বৃত্তরা তার উপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। গুলি মং মং থোয়াই এর বুকে ও পিঠে লাগে। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলার চেয়ারম্যান এ কে এম জাহাঙ্গীর জানিয়েছেন কারা গুলি করেছে তা এখনো স্পষ্ট নয়। তবে রোয়াংছড়ি আওয়ামী লীগ নেতৃবৃন্দ জানিয়েছেন জনসংহতি সমিতির সন্ত্রাসীরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা মনে করছেন।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শ‌হিদুল ইসলাম জানান, তারা খবর পেয়েছেন। এখন ঘটনাস্থলের দিকে যাচ্ছেন। সেখানে গিয়ে বিস্তারিত বলতে পারবেন। তবে সন্ত্রাসীদের ধরতে ইতিমধ্যে সেখানে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালাচ্ছে বলে তিনি জানান।
উল্লেখ্য, গত দুই মাসে বান্দরবানে জনসংহতি সমিতি ও মগ লিবারেশন পার্টির মধ্যে অন্তর্দ্বন্দ্বে উভয় দলের অন্তত ছয়জন নিহত হয়েছে।

এই বিভাগের আরও খবর

  লামায় হাতি দিয়ে বৃক্ষ উজাড়, শিকলবন্ধী ১২টি হাতি

  সকল উন্নয়ন কাজের গুনগত মান বজায় রেখে কাজ করুন-বীর বাহাদুর উশৈসিং এমপি

  থানচি উপজেলা প্রশাসন কর্তৃক আলীকদমের ডিম পাহাড় দখলের অপচেষ্টার মানববন্ধন

  লামায় ৩ শত কর্মজীবি মা পেলেন পুষ্টি উন্নয়ন ভাতা

  থানচিতে ১০টাকা কেজি চাউল বিতরন

  সেবা ও অভিযোগ প্রতিকার ব্যবস্থাপনা বাস্তবায়নের কলসেন্টার ‘৩৩৩’ এর প্রচারণার লক্ষে বান্দরবানে সাংবাদিক সম্মেলন

  এ বিদ্যালয়ে ভর্তির আগে সাঁতার শিখতে হয় !

  নাইক্ষ্যংছড়ি ইউপি নির্বাচনঃ নুর মোহাম্মদের প্রত্যাহার, বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত আলী হোসেন

  এনজিওতে নিয়োগের অনিয়মের বিরুদ্ধে আলীকদমে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

  বান্দরবানে দুদকের হানা, গ্রেফতার সদর উপজেলা যুবলীগ সভাপতি ক্যচিং অং মার্মা

  সংঘাতের পর নাইক্ষ্যংছড়ি মাদরাসায় শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি কম, উৎকন্ঠায় অভিভাবকরা

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন

আওয়ামী লীগের দুর্নীতিবাজদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে দাবি করে ওবায়দুল কাদের বলেছেন, সরকারের অনেক মন্ত্রী দুদকে হাজিরা দিচ্ছেন, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী জেলে আছেন। তার এই বক্তব্যের সঙ্গে আপনি একমত?