সোমবার, ১৮ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
বান্দরবানঃ-মোহনা টেলিভিশনের ৯ম বর্ষ পর্দাপনকে উদযাপন করে বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে র্যালী আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ নভেম্বর) সকালে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বান্দরবান প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌরসভার হলরুমে গিয়ে জমায়েত হয়।
পরে পৌরসভার হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুর সভাপতিত্বে এসময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ।
অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাবের সাবেক সভাপতি বাদশা মিয়া মাস্টার, বান্দরবান প্রেসক্লাবের সহ-সভাপতি এমএ হাকিম চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের সেক্রেটারী একে এম জাহাঙ্গীর, পৌরসভার প্যানেল মেয়র দিলীপ বড়ুয়া, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শহিদুল ইসলাম চৌধুরী, ৮নং ওয়ার্ড পৌরসভার কাউন্সিলর ও মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা দর্শক ফোরামের সাধারণ সম্পাদক মো: হাবিবুর রহমান খোকন, পৌরসভার সচিব মোঃ তৌহিদুল ইসলাম, প্রথম আলোর জেলা প্রতিনিধি বুদ্ধজোতি চাকমা, বান্দরবান জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম, পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপির ব্যক্তিগত সহকারী মো: খলিলুর রহমান সোহাগ, আরটিভি প্রতিনিধি মো: শাফায়েত হোসেন, মাছরাঙ্গা টেলিভিশন প্রতিনিধি কৌশিক দাশ, এশিয়ান টেলিভিশনের বান্দরবান প্রতিনিধি নুরুল কবির, মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, চ্যানেল ২৪ এর বান্দরবান প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরী, সিএইচটি টাইমস এর নিবার্হী সম্পাদক মো. আলী, সিপ্লাস টিভির বান্দরবান প্রতিনিধি মিঠুন দাশ, বান্দরবান প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক জসাই উ মারমা, দৈনিক স্বদেশ প্রতিদিন এর বান্দরবান প্রতিনিধি বাসুদেব বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ বলেন, মোহনা টেলিভিশনের ৯ম বর্ষ পর্দাপনকে স্বাগত জানান এবং আগামীতে ও বস্তুুনিষ্ট ও উন্নয়নমুলক সংবাদ বেশি বেশি প্রচার করে দেশের উন্নয়নে ভূমিকা রাখার আহবান জানান। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মোহনা টেলিভিশনের ৯ম বর্ষ পর্দাপন উপলক্ষে এক কেক কাটা অনুষ্ঠিত হয়।
লামায় বিলুপ্ত প্রজাতির সহস্রাধিক ঘনফুট গাছ পাচারের জন্য মজুদ, নেই কোন তদারকি
লামায় বৃদ্ধ মহিলার ফাঁসিতে ঝুলে মৃত্যু!
লামায় আলহাজ্ব মো. ইসমাইল এর জানাজায় মানুষের ঢল
লামার কিংবদন্তী নেতা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল আর নেই
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার
বান্দরবানে অগ্নিকান্ডে আইসক্রিম ফ্যাক্টরীসহ ৬ বসতবাড়ি পুড়ে গেছে
রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৩ মাসের ভিজিডি চাল পেতে অনিশ্চয়তায় দুস্থ মহিলারা
বান্দরবানে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু