সোমবার, ১৮ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
নাইক্ষ্যংছড়িঃ-বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া-ঈদগড় সীমান্ত বিচ্ছেদ করা আমিল্লারকুম ব্রীজটি ঝুঁকিপূর্ণ।
উপজেলার বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কের “আমিল্লারকুম” নামক স্থানে তিন দশক পূর্বে নির্মিত ব্রীজের পিলারে ফাটল ও সংযোগ সড়কের একপার্শ্ব ভেঙ্গে যাওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পথে।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিগত এরশাদ সরকারের আমলে স্থানীয় সরকার অধিদপ্তরের আওতায় নির্মিত হয় ব্রীজটি। ব্রীজের দক্ষিনে তৎকালিন সময়ে বিডিআর ক্যাম্প স্থাপন হওয়ায় “আমিল্লারকুম” নামক স্থানে ব্রীজটি আবশ্যক ছিল। সেই সুবাদে ব্রীজটি নির্মিত হলেও বর্তমানে উক্ত সুফল ভোগ করছেন অন্তত অর্ধলক্ষাধিক লোক সাধারণ।
স্থানীয়রা আরো জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ির সাথে কক্সবাজারের রামু ও সদর উপজেলার প্রায় ২২ কিলোমিটার দীর্ঘ বাইশারী-ঈদগড়-ঈদগাঁও সড়কে অপহরণ, ডাকাতির মত ঘটনা নিত্যনৈমত্তিক ব্যাপার। বিগত দুই বছরে ওই সড়কে অন্তত অর্ধশতাধিক লোকজন অপহরণ করে কোটি টাকার মুক্তিপনের বিনিময়ে ছেড়ে দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। এই অবস্থায় গুরুত্বপূর্ণ এই ব্রীজটির সংযোগ সড়ক বিচ্ছিন্ন হলে প্রশাসনের নিয়মিত টহল ব্যাহত হবে এবং সন্ত্রাসীরা অপরাধকর্ম চালানোর পথ অনেকটাই পরিস্কার হয়ে যাবে।
স্থানীয় বাসিন্দা ও উক্ত যাতায়াতকারী মোঃ জাফর আলম জানান, আমিল্লারকুম ব্রীজের সংযোগ সড়ক ভেঙ্গে গেলে বাইশারীর সাথে ঈদগড়-ঈদগাঁও’র সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হবে। যার ফলে গাড়ী চলাচল বন্ধ থাকবে। বিকল্প সড়ক দিয়ে সিএনজি ও টমটম গাড়ী চলাচল করলেও বড় যানবাহন চলাচল সম্ভব হবে না। এছাড়া যোগাযোগ বিচ্ছিন্ন হলে অর্থনৈতিক ভাবে বিপর্যয় পড়বে বাইশারীর ব্যবসায়ীরা।
স্থানীয় বাসিন্দা ও সাবেক চেয়ারম্যান মনিরুল হক মনু জানান, ব্রীজের সংযোগ সড়কে স্থায়ী ভাবে ওয়াল নির্মাণ করা না হলে অচিরেই সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হবে। দূর্ভোগে পড়বে অন্তত পঁঞ্চাশ হাজার মানুষ।
বাইশারী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলম বলেন, “উক্ত ব্রীজের একাংশে ভাঙ্গন পরিদর্শনের পর, উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে”।
লামায় বিলুপ্ত প্রজাতির সহস্রাধিক ঘনফুট গাছ পাচারের জন্য মজুদ, নেই কোন তদারকি
লামায় বৃদ্ধ মহিলার ফাঁসিতে ঝুলে মৃত্যু!
লামায় আলহাজ্ব মো. ইসমাইল এর জানাজায় মানুষের ঢল
লামার কিংবদন্তী নেতা আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল আর নেই
বান্দরবানে নাইক্ষ্যংছড়িতে বিজিবির অভিযানে ৪ লাখ ৪০ হাজার পিছ ইয়াবা উদ্ধার
বান্দরবানে অগ্নিকান্ডে আইসক্রিম ফ্যাক্টরীসহ ৬ বসতবাড়ি পুড়ে গেছে
রুমায় গালেঙ্গ্যা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ১৩ মাসের ভিজিডি চাল পেতে অনিশ্চয়তায় দুস্থ মহিলারা
বান্দরবানে উপজেলা নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ শুরু