মঙ্গলবার, ১৯ জুন ,২০১৮

Bangla Version
SHARE

শনিবার, ১১ নভেম্বর, ২০১৭, ০৮:১৩:৩৭

বুলেট নয়, বন্দুক নয়, কলমের শক্তিই প্রকৃত শক্তি-বীর বাহাদুর এমপি

বুলেট নয়, বন্দুক নয়, কলমের শক্তিই প্রকৃত শক্তি-বীর বাহাদুর এমপি

বান্দরবানঃ-বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকীকে কেন্দ্র করে শনিবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বান্দরবান প্রেসক্লাব থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বান্দরবান পৌরসভা প্রাঙ্গনে এসে শেষ হয়।
পরে পৌরসভা মিলানায়তনে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র দিলীপ কুমার বড়ুয়া, ৮নং ওয়ার্ড পৌর কাউন্সিলর হাবিবুর রহমান খোকন, ৩নং ওয়ার্ড পৌর কাউন্সিলর অজিত কান্তি দাশ, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম.এ হাকিম চৌধুরী, বাংলাদেশ টেলিভিশনের প্রতিনিধি মনিরুল ইসলাম মনু, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মিনারুল হক, প্রথম আলো প্রতিনিধি বুদ্ধজ্যোতি চাকমা,   দৈনিক যুগান্তর প্রতিনিধি এনামুল হক কাশেমী, সময় টেলিভিশন প্রতিনিধি এস.বাসু দাশ, মাছরাঙ্গা টেলিভিশনের প্রতিনিধি কৌশিক দাশ, ডিবিসি প্রতিনিধি সৈকত দাশ, মোহনা টেলিভিশনের বান্দরবান জেলা প্রতিনিধি রাহুল বড়ুয়া ছোটন, এশিয়ান টিভি প্রতিনিধি নুরুল কবির, এশিয়ান এইর্জ প্রতিনিধি ইয়াছিনুল হাকিম চৌধুরীসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা।
প্রতিষ্টা বার্ষিকীর সভায় মোহনা টেলিভিশনকে শুভেচ্ছা জানিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বলেন, বুলেট নয়, বন্দুক নয়, কলমের শক্তিই প্রকৃত শক্তি। এসময় তিনি আরো বলেন, দেশে লাইসেন্সপ্রাপ্ত চ্যানেলগুলোর মাধ্যমে মানুষ এখন ঘরে বসেই তার অজানা তথ্যগুলো জানতে পারছে। সাংবাদিকদের তথ্যের মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণ হচ্ছে। শেষে মোহনা টেলিভিশনের ৮ম প্রতিষ্টা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ অতিথিবৃন্দরা।

এই বিভাগের আরও খবর

  লামায় মার্মা কিশোরীকে ধর্ষণের পর হত্যা

  লামার সরই খালের ব্রিজ ধসে যোগাযোগ বিচ্ছিন্ন

  প্রাকৃতিক দুর্যোগঃ বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সকল কর্মকর্তাদের ছুটি বাতিল

  পার্বত্য জেলা বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি

  ১ ঘন্টার বৃষ্টিতে ধুয়ে গেল ২৪ লাখ টাকার রাস্তার কার্পেটিং !

  লামায় বন্যায় প্লাবিত, মোবাইল নেটওয়ার্ক ও বিদ্যুৎ নেই

  বান্দরবানে ভারী বৃষ্টিপাতে নিন্মাঞ্চল ও প্রধান সড়ক প্লাবিত, বান্দরবানের সাথে সড়ক যোগাযোগ বিছিন্ন

  লামায় নতুন জামা না পেয়ে নবম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যা

  বান্দরবানে বৃষ্টিতে নিম্মাঞ্চল প্লাবিত, বান্দরবান-রাঙ্গামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

  বান্দরবানে নাশকতা পরিকল্পনায় ৫ মহিলা ও ১ পুরুষ শিবিরকর্মী আটক

  বান্দরবানে ২ মাদক ব্যাবসায়ী আটক

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, চলমান মাদকবিরোধী অভিযানে তথ্য-প্রমাণের ভিত্তিতে কাজ হচ্ছে, এখানে কাউকে ছাড় দেওয়া হবে না। বাস্তবে তা ঘটবে বলে মনে করেন?