মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
ডেস্ক রিপোর্টঃ-ই-স্বাস্থ্য হেলথ কার্ডের মাধ্যমে বিশেষ ধরনের সেবা প্রদান শুরু করেছে ডক্টরোলা ডট কম। এই কার্ড গ্রহণকারীরা এখন থেকে ফোনে ডাক্তারের পরামর্শ, টেস্টের উপর ডিসকাউন্ট/ক্যাশব্যাক, অগ্রাধিকার ভিত্তিতে ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, হেলথ টিপসসহ বিভিন্ন ধরনের সেবা পাবেন।
ফোনে ৭দিনই সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ডাক্তারের (জেনারেল প্রাকটিশনার) সাথে কথা বলার সুযোগ পাবেন গ্রাহকরা। প্রয়োজনে এসএমএস বা ইমেইলের মাধ্যমে এডভাইস/মেডিসিন (ওটিসি)/টেস্টের তালিকাও পাওয়া যাবে। তাছাড়া "ই-স্বাস্থ্য" এর গ্রাহকরা পাচ্ছেন বিভিন্ন চিকিৎসা সেবা প্রতিষ্ঠানে টেস্টসহ বিভিন্ন সেবায় ২০ শতাংশ পর্যন্ত ছাড় ও ক্যাশব্যাক সুবিধা। কার্ডের মূল্য ২০০ টাকা যার মেয়াদ ৬ মাস, এর পরে আবারো এটি রিনিউ করা যাবে।
কার্ডটি পেতে বা বিস্তারিত জানতে কল করতে হবে ১৬৪৮৪-এ বা https://doctorola.com/e- sastho/-এ গিয়ে মেম্বারশিপ ফর্ম পূরণ করলেই হবে।
ফেসবুক, স্ন্যাপচ্যাট, ইন্সটাগ্রাম নির্দিষ্ট সময় ব্যবহারে বিষণ্ণতা কমে-গবেষণা
গোপনে আপনার ফোনের ভিডিও ও স্ক্রিনশট নিচ্ছে অ্যাপ!
ফেসবুকের পাসওয়ার্ড হ্যাক হয় যেসব কারণে
সরকারের সিদ্ধান্ত বিরোধী স্ট্যাটাসে লাইক-কমেন্ট ও শেয়ারে নিষেধাজ্ঞা
যে ছবিতে তোলপাড় সোশ্যাল মিডিয়া
১৪ হাজার টাকায় নতুন মাল্টিটাচ ল্যাপটপ
বাংলাদেশে নষ্ট মোবাইল জমা দিলে মিলবে টাকা
মোবাইলে ৩ দিনের নিচে কোন প্যাকেজ নয়