সোমবার, ১৮ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
রাঙ্গামাটিঃ- আসন্ন একাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পাহাড়ে তৎপর হয়ে উঠেছে আইন-শৃঙ্খলা বাহিনী। পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীদের দৌরাত্ম্য কমাতে এরই মধ্যে অভিযানে নেমেছে সংশ্লিষ্ট প্রশাসন। একই সাথে নির্বাচনকে ঘিরে কোন রকম নাশকতা, সহিংসতার ঘটনা ঘটলে কাউকে ছাড় দেওয়া হবেনা বলে হুঁশিয়ারি দিয়েছে, রাঙ্গামাটি জেলা প্রশাসক ও রিটানিং কর্মকর্তা একেএম মামুনুর রশিদ।
তিনি বলেন, রাঙ্গামাটি আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তবে নির্বাচনকে ঘিরে যে কোন নাশকতার ঘটনা এড়াতে তৎপর রয়েছে আইন-শৃঙ্খলা বাহিনী। তাছাড়া সম্ভাব্য যেকোন সহিংস ঘটানা যাতে কেউ করতে না পারে তার জন্য প্রস্তুত রয়েছে প্রশাসন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে দুপুরে নাশকতা পরিকল্পনা করার অভিযোগে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের দুই সদস্যকে আটক করে যৌথবাহিনী। আটককৃতরা হলেন, আলোময় চাকমা (৩৯) ও আনন্দ কুমার চাকমা। শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে নির্বাচনকে সামনে রেখে মোট ৭৩জন উপজাতি যুবককে ভারতের মিজোরামের দেবাছড়ায় এলাকায় সশস্ত্র প্রশিক্ষণ নিতে প্রেরণের অভিযোগ রয়েছে।
যৌথবাহিনীর সূত্রে জানা গেছে, চলতি বছরের শুরু থেকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি জেএসএসের ৭৩কর্মীকে সশস্ত্র প্রশিক্ষণ নিতে ভারতে মিজোরাম দেবাছড়া সীমান্ত এলাকায় রেখে আসে অভিযুক্ত আলোময় চাকমা ও আনন্দ কুমার চাকমা। এছাড়া আরও ১৩৭ জনকে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর যুবকে প্রশিক্ষণের জন্য নিয়ে যেতে পরিকল্পনা করছে এমন খবরের ভিত্তিতে অভিযানে যৌথবাহিনীর একটি বিশেষ দল অভিযানে নামে।
পরে রাঙ্গমাটি শহরের তবলছড়ি বাজার এলাকা থেকে আলোময় ও আনন্দকে আটক করা হয়। আটকের পর প্রাথর্মীক জিজ্ঞাসাবাদে তারা এ ঘটনার সাথে সম্পৃক্ত বলে স্বীকার করেছে বলে জানান যৌথবাহিনীর একটি সূত্রে। পরে রাঙ্গামাটি কোতয়ালী থানায় তাদের হস্তান্তর করা হয়।
এব্যাপারে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল হক রনি এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে নাশকতা মামলা করা হয়ছে। এ ঘটনার সাথে জড়িতদেরও দ্রুত গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।
বরকলের বড় হরিণায় ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে ২১টি বসতবাড়ি দোকান ঘর বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি
জয়ের সম্ভাবনা সত্বেও দলীয় সিদ্ধান্তে কাপ্তাই উপজেলায় ২য় বার চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন না দিলদার
জুম্ম জাতি জনগোষ্ঠীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে-ঊষাতন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার পদত্যাগপত্র দাখিল
নতুন প্রজন্ম ও সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমাদের এই উদ্যোগ-এ কে এম মামুনুর রশীদ
রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকদের পাশে নিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবো-দীপংকর তালুকদার এমপি
এই হ্রদে মৎস্য উৎপাদনের পাশাপাশি দেশ বিদেশে রপ্তানি করে মুদ্রা অর্জন করা সম্ভব-বৃষ কেতু চাকমা
রাঙ্গামাটি আনসার-ভিডিপি’র কর্মকর্তা প্রয়াত দীপক বাহাদুরের সহধর্মীনি সানুমায়া মানজি’র পরলোক গমন
শিক্ষা কার্যক্রম পরিদর্শন ও শিক্ষকের ভূমিকায় জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ!
সমাজের জন্য আর কিছুই করা হলো না জুরাছড়ি সংরক্ষিত ওয়ার্ড সদস্য কৃষ্ণা চাকমার