মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
রাঙ্গামাটিঃ-পার্বত্য অঞ্চলে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে এই মানবাধিকার লংঘনের জন্য আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন গুলো কখনোই আন্দোলন করেনি। তারা শুধু এক এক পেশী মনোভাব নিয়ে কাজ করে বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংবাদপত্রের পথিকৃৎ দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। তিনি বলেন, মানবাধিকার সংগঠন হলে সকল ঘটনার প্রতিবাদ জানিয়ে সরকারের উচ্চ পর্যায়ে জানাতে হবে। কারো দুঃখে কথা বলবো কারো দুঃকে হাসবো তা হবে না। তিনি ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের নেতাকর্মীদের ত্যাগের মনোভাব নিয়ে কাজ করার আহবান জানান।
শুক্রবার (১২ অক্টোবর) ছিন্নমুল এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের ১৮ বছর পূর্তি উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভায় এ কথা বলেন।
এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটির সভাপতি হাজী সুলতান কমল উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সংবাদপত্রের পথিকৃৎ দৈনিক গিরিদর্পণ সম্পাদক এ,কে,এম মকছুদ আহমেদ। বক্তব্য রাখেন, এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন রাঙ্গামাটির সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক কাজল কান্তি দাশ, সাংগঠনিক সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম ও কার্যকরী সদস্য মোঃ নুরুল ইসলাম সহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, এশিয়া ছিন্নমুল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন দীর্ঘদিন থেকে পাহাড়ে অধিকার বঞ্চিত মানুষের মানবাধিকার সুরক্ষায় কাজ করে যাচ্ছে। ভাসমান ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের পাশে থেকে তৃণমূল পর্যায়ে মানবাধিকার কর্মী তৈরীর মাধ্যমে মানুষের মৌলিক অধিকার আদায়ের লক্ষ্যে এই সংগঠন আরো বেশী জোড়ালো ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
সমন্বয়ের মাধ্যমে এ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-বৃষ কেতু চাকমা
সাংবাদিক মোস্তফা কামাল ছিল অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষ-দীপংকর তালুকদার এমপি
কাপ্তাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মফিজুল হক একক প্রার্থী
রাঙ্গামাটির লংগদুতে বন্যহাতির আক্রমনে ও গাছ পড়ে দুইজন নিহত
বরকলের বড় হরিণায় ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে ২১টি বসতবাড়ি দোকান ঘর বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি
জয়ের সম্ভাবনা সত্বেও দলীয় সিদ্ধান্তে কাপ্তাই উপজেলায় ২য় বার চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন না দিলদার
জুম্ম জাতি জনগোষ্ঠীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে-ঊষাতন তালুকদার
রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার পদত্যাগপত্র দাখিল
নতুন প্রজন্ম ও সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমাদের এই উদ্যোগ-এ কে এম মামুনুর রশীদ
রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকদের পাশে নিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবো-দীপংকর তালুকদার এমপি