মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারী ,২০১৯

Bangla Version
  
SHARE

মঙ্গলবার, ০৯ অক্টোবর, ২০১৮, ০৭:৩৯:২৯

কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে

কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে

রাঙ্গামাটিঃ-কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে। তাই কন্যা শিশুদের প্রতি বৈষম্য দেখানো চলবে না, তাদের নির্যাতনের হাত থেকে রক্ষা করতে হবে। তাদের যত্ন সহকারে বাড়তে দিতে হবে এবং তাদের অধিকারসহ উপযুক্ত পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য সরকারের পাশপাশি সমাজের সবাইকে সচেতন হওয়ার আহবান জানান বক্তারা।
মঙ্গলবার (৯ অক্টোবর) রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মলন কক্ষে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভায় অতিথিবৃন্দরা এসব কথা বলেন।
রাঙ্গামাটি জেলা প্রশাসন সম্মলন কক্ষে আয়োজিত জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শফি কামাল, রাঙ্গামাটি জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা হোসনে আরা বেগম, ইউমেন্স চেম্বার সভাপতি মনোয়ারা বেগম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের অফিস সহকারী বিথী চাকমা।
সভায় জেলার বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থা, মহিলা সমিতি ও মহিলা পরিষদের কর্মকর্তা ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় অতিথিবৃন্দরা বলেন, আগে কন্যা শিশু জন্ম দেয়ার জন্য নারীদের অনেক নির্যাতনের শিকার হতে হত আর সেই সাথে নির্যাতিত হতে হতো কন্যা শিশুকেও। তাই সবাই যদি সমন্বয়ের মাধ্যমে সচেতন হলে নারী ও শিশু নির্যাতন রোধ করা সম্ভব। বক্তারা বলেন, কন্যা শিশুরা এখন আর অপ্রত্যাশিত নয়। কন্যাশিশুরা শিক্ষিত হলে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। তাই সরকারের পাশাপাশি আমাদের উচিত হবে শিশুবিবাহ বন্ধ করা এবং কন্যা শিশুদের বিকশিত হওয়ার সুযোগ করে দেয়া। তা হলে কন্যা শিশুরাই আগামীতে উন্নত বাংলাদেশ গড়তে মূল ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই বিভাগের আরও খবর

  সমন্বয়ের মাধ্যমে এ জেলার মানুষের ভাগ্য উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে-বৃষ কেতু চাকমা

  রাঙ্গামাটিতে চেয়ারম্যান-২৬,পুরুষ ভাইস চেয়ারম্যান-৩৮ ও মহিলা ভাইস চেয়ারম্যান-২৯ প্রার্থীর মনোনয়নপত্র জমা

  সাংবাদিক মোস্তফা কামাল ছিল অসাম্প্রদায়িক চিন্তা চেতনার মানুষ-দীপংকর তালুকদার এমপি

  কাপ্তাই উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে মফিজুল হক একক প্রার্থী

  রাঙ্গামাটির লংগদুতে বন্যহাতির আক্রমনে ও গাছ পড়ে দুইজন নিহত

  বরকলের বড় হরিণায় ঝড়ো বাতাস ও শিলা বৃষ্টিতে ২১টি বসতবাড়ি দোকান ঘর বিধ্বস্ত, ফসলের ব্যাপক ক্ষতি

  জয়ের সম্ভাবনা সত্বেও দলীয় সিদ্ধান্তে কাপ্তাই উপজেলায় ২য় বার চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন না দিলদার

  জুম্ম জাতি জনগোষ্ঠীরা সারা পৃথিবীতে ছড়িয়ে আছে-ঊষাতন তালুকদার

  রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য সবির কুমার চাকমার পদত্যাগপত্র দাখিল

  নতুন প্রজন্ম ও সাধারণ মানুষকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে আমাদের এই উদ্যোগ-এ কে এম মামুনুর রশীদ

  রাঙ্গামাটির কর্মরত সাংবাদিকদের পাশে নিয়ে পার্বত্য অঞ্চলের উন্নয়নে কাজ করে যাবো-দীপংকর তালুকদার এমপি

 

 

 

 

 

 

 

 

 

 

আজকের প্রশ্ন

বিদায়ী সরকারের অধিকাংশ মন্ত্রীকে বাদ দিয়ে সরকার গঠন ‘স্বাভাবিক হয়নি’ মন্তব্য করে বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘অস্বাভাবিক’ নির্বাচনের পর এই ‘অস্বাভাবিক’ সরকার বেশি দিন টিকবে না। আপনি কি তা মনে করেন?