শনিবার, ১৬ ফেব্রুয়ারী ,২০১৯
Bangla Version
ডেস্ক রিপোর্টঃ-একাদশ সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের নেওয়া শপথের বৈধতা চ্যালেঞ্জ করে দায়েরকৃত রিট আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছে হাইকোর্ট।
বুধবার (১৬ জানুয়ারী) আবেদনের উপর শুনানি শেষে আদেশের জন্য বৃহস্পতিবার (১৭ জানুয়ারী) দিন ধার্য ছিল। সে অনুযায়ী বৃহস্পতিবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে এই সিদ্ধান্ত আসল।
বুধবার আবেদনের পক্ষে ব্যারিস্টার এম মাহবুবউদ্দিন খোকন ও সাকিব মাহবুব। অপরদিকে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা শুনানি করেন।
শুনানিতে মাহবুবউদ্দিন খোকন বলেন, দশম সংসদের মেয়াদ শেষ হয়নি এখনো। কিন্তু একাদশ সংসদের নির্বাচিত এমপিদের শপথ দেওয়া হয়েছে। ফলে বর্তমানে দেশে ছয়শতজন এমপি রয়েছেন। এটা সংবিধানের লঙ্ঘন। যদি নির্বাচিত এমপিদের নাম সম্বলিত গেজেটে চলতি মাসের শেষ দিকে করত এবং শপথ পড়ানো হতো তাহলে এ আইনগত প্রশ্ন উত্থাপিত হয় না।
জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, রিট আবেদনকারী এমপি নন, এমনকি সংসদ নির্বাচনে প্রার্থী হননি। ফলে তিনি কীভাবে সংক্ষুব্ধ হয়ে এ রিট দায়ের করলেন? আমি মনে করি রিট আবেদনটি গ্রহণযোগ্যতার প্রশ্নে সরাসরি খারিজ করা উচিত।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, সংসদ নির্বাচনের পর নির্বাচিত এমপিদের নামের গেজেট ও শপথ নিতে আইনে কোথাও বারিত করা হয়নি। এছাড়া ৩০ জানুয়ারি সংসদ অধিবেশন ডাকা হয়েছে। সংসদীয় কার্যপ্রণালী বিধি অনুযায়ী ইতোমধ্যে বিষয়টি সংসদ প্রক্রিয়ার অংশ হওয়ায় এটা কোন আদালতে চ্যালেঞ্জের সুযোগ নেই। শুনানি শেষে হাইকোর্ট আজ আদেশের জন্য দিন ধার্য রাখেন।
গত ৮ জানুয়ারি একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এমপিদের শপথ বাতিল করে গেজেট প্রকাশের জন্য উকিল নোটিস দেওয়া হয়। কিন্তু ওই নোটিসের কোনো জবাব না পাওয়ায় হাইকোর্টে এ রিট করেন আইনজীবী মো. তাহেরুল ইসলাম তৌহিদ।
ফল বাতিল চেয়ে বিএনপি প্রার্থীদের নির্বাচনী মামলা
ধর্ষণের ঘটনায় গ্রেফতার ২ পুলিশ কর্মকর্তা ৬ দিনের রিমান্ডে
দুধে ভেজাল নিরূপণে হাইকোর্টের নির্দেশ
আব্বাস দম্পতির সম্পদের মামলার প্রতিবেদন ২০ মার্চ
গ্যাটকো দুর্নীতি মামলাঃ গ্যাটকো দুর্নীতি মামলা পরবর্তী শুনানি ২৭ ফেব্রুয়ারি
ভেজাল প্যারাসিটামলে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় ২৬ বছর পর রায়, এক বছরের কারাদণ্ড
২ মামলায় খালেদার জামিনের মেয়াদ বাড়লো
বিচারাধীন মামলা শেষ করতে ৩০ বছর লাগবে-হাইকোর্ট